দেরি করে স্কুলে আসার জন্য কেরলের এক স্কুলে এক ছাত্রকে অন্ধকার ঘরে আটকে রেখে শাস্তি দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার খবর শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টির পৌঁছোতেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তা-ই নয়, শিক্ষা অধিকর্তাকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনাটি কেরলের কোচির একটি স্কুলের।
জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির এক ছাত্র স্কুলে তিন মিনিট দেরিতে ঢুকেছিল। দেরিতে আসার শাস্তি হিসাবে প্রথমে তাকে স্কুলের মাঠে দু’পাক ছুটতে বাধ্য করা হয়। এখানেই শেষ হয়নি। অভিযোগ, ছাত্রটিকে এর পর স্কুলের একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ছাত্রটি বলে, ‘‘স্কুলে ২-৩ মিনিট দেরিতে এসেছিলাম। শিক্ষকেরা আমার মাঠে ছুটতে বলেন। প্রধানশিক্ষক বলেন, বাবা-মাকে ডেকে নিয়ে আসতে। না হলে অন্ধকার ঘরে আটকে রাখবে। তার পরই অন্ধকার ঘরে ঢুকিয়ে দেন।’’
শিক্ষামন্ত্রী শিবনকুট্টি জানিয়েছেন, তিনি ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছেন। স্কুল কর্তৃপক্ষ ট্রান্সফার সার্টিফিকেট দিতে চেয়েছেন বলে ছাত্রের পরিবারকে জানিয়েছেন। কিন্তু সেই সার্টিফিকেট তাদের নিতে নিষেধ করেছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘‘কেরলের শিক্ষা ব্যবস্থায় এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।’’