দশম শ্রেণিতে পাশ করতে পারেনি ছেলে। পাশ করা তো দূর, ছেলে সব বিষয়েই ফেল করেছে। তা সত্ত্বেও অখুশি নন মা-বাবা। দু’জনে মিলে মিষ্টিও খাওয়ালেন ছেলেকে।
কর্নাটকের বাগালকোটের ঘটনা। একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া অভিষেক চোলাচাগুদ্দা দশম শ্রেণির পরীক্ষায় সব বিষয়েই ফেল করেছে। মোট ৬০০ নম্বরের মধ্যে সে পেয়েছে মাত্র ২০০। সব মিলিয়ে ৩২ শতাংশ।
পরীক্ষায় এই ফলাফলের পর থেকে বন্ধুবান্ধব, পাড়াপড়শিরা যখন কটাক্ষ করে চলেছে, তখন মা-বাবা ছেলের পাশেই দাঁড়ালেন। বকাঝকার পরিবর্তে কেক কেটে, মিষ্টি খাইয়ে ওই মুহূর্ত উদ্যাপন করলেন তাঁরা। তাঁরা অভিষেককে বলেন, ‘‘হতে পারে, স্কুলের পরীক্ষায় ফেল করেছো। কিন্তু জীবনের পরীক্ষায় তুমি ফেল করোনি। তুমি আবার চেষ্টা করো। চেষ্টা করলে আবার সফল হবে তুমি।’’
মা-বাবা পাশে দাঁড়ানোয় খুশি অভিষেক। সে বলে, ‘‘পরীক্ষায় ফেল করার পরেও গোটা পরিবার যে ভাবে আমার পাশে দাঁড়াল, তাতে আমি অভিভূত। আমি আবার পরীক্ষায় বসব। পাশ করব এবং জীবনে অনেক উন্নতি করব।’’