Advertisement
E-Paper

সরকারি প্রকল্পে কেন ব্যবহার করা যাবে না মুখ্যমন্ত্রীর নাম? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা স্ট্যালিনের ডিএমকে সরকারের

সম্প্রতি তামিলনাড়ুতে একটি সরকারি কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘উঙ্গালুদান স্ট্যালিন’ (আপনাদের সঙ্গে স্ট্যালিন)। এই নামকরণ ঘিরেই বিতর্ক। মাদ্রাজ হাই কোর্টে এ বিষয়ে জনস্বার্থ মামলাও দায়ের হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৩:৩৭
সুপ্রিম কোর্টের দ্বারস্থ এমকে স্টালিনের তামিলনাড়ু সরকার।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ এমকে স্টালিনের তামিলনাড়ু সরকার। —ফাইল চিত্র।

তামিলনাড়ু সরকারের উন্নয়নমূলক প্রকল্পে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নাম ও ছবি ব্যবহার নিয়ে মামলা গড়াল সুপ্রিম কোর্টে। বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম এবং ছবি কোনও সরকারি প্রকল্পে ব্যবহার করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৬ অগস্ট এই মামলার শুনানি হবে।

মাদ্রাজ হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার। ডিএমকে সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মুকুল রোহতগী। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন রোহতগী। তিনি বলেন, “এটি অত্যন্ত অস্বাভাবিক এবং জরুরি ঘটনা। সরকারি কোনও প্রকল্পে মুখ্যমন্ত্রী বা কোনও রাজনৈতিক ব্যক্তির নাম রাখা যাচ্ছে না।” সরকারের উন্নয়নমূলক প্রকল্পে কেন এই ধরনের নিষেধাজ্ঞা, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, আগামী বুধবার এই মামলাটির শুনানি হবে।

গত সপ্তাহে (৩১ জুলাই) হাই কোর্ট নির্দেশ দিয়েছিল নতুন সরকারি প্রকল্পে কোনও জীবিত ব্যক্তির নাম ব্যবহার করা যাবে না। পাশাপাশি, এই ধরনের প্রকল্পগুলির বিজ্ঞাপনে কোনও প্রাক্তন মুখ্যমন্ত্রী, নেতা বা ডিএমকে প্রতীক বা পতাকাও ব্যবহার করা যাবে না বলে জানিয়েছিল মাদ্রাজ হাই কোর্ট।

সম্প্রতি তামিলনাড়ুতে একটি সরকারি কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘উঙ্গালুদান স্ট্যালিন’ (আপনাদের সঙ্গে স্ট্যালিন)। এই নামকরণ ঘিরেই বিতর্ক। সরকারি প্রকল্পে কেন এমন নামকরণ করা হয়েছে, তা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন এআইএডিএমকে সাংসদ সি ভে ষণমুগম। ওই মামলার প্রেক্ষিতেই সরকারি প্রকল্পে বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম ও ছবি ব্যবহার না করার নির্দেশ দেয় আদালত। তবে হাই কোর্ট এ-ও স্পষ্ট করে দেয়, নতুন সরকারি প্রকল্পে কোনও আপত্তি নেই। শুধুমাত্র প্রকল্পের নামকরণ এবং প্রচারমূলক কর্মসূচির ক্ষেত্রেই এই নির্দেশ।

MK Stalin Government Schemes Tamil Nadu DMK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy