মধ্যপ্রদেশের পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ আধিকারিককে গ্রেফতার না করতে পারায় আজ সিবিআইকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা তদন্তকারী সংস্থার আইনজীবীকে বলেছেন, ‘সিবিআই অন্য মামলায় ঝাঁপিয়ে পড়ে আর সেকেন্ডের ভিতরে গ্রেফতারও করে ফেলে, কিন্তু এখন নিজেদের লোকেদের গ্রেফতার করতে পারছে না।’
অভিযুক্ত পুলিশ আধিকারিকদের আড়াল করছে সিবিআই— এমন মন্তব্য করে মধ্যপ্রদেশের মুখ্যসচিব, সিবিআইয়ের ডিরেক্টর ও তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চালু করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন বিচারপতি বিভি নাগরত্ন।
চুরির অভিযোগে গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সি দেব পারধির মৃত্যু পুলিশ হেফাজতে হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। ওই যুবকের পরিবার দেবের মৃত্যুর জন্য পুলিশের অত্যাচারকে দায়ী করে। তবে মধ্যপ্রদেশ পুলিশের পাল্টা দাবি, হৃদরোগে মৃত্যু হয়েছে পারধির। গত ১৫ মে এই মামলার তদন্তের দায়িত্ব মধ্যপ্রদেশ পুলিশের থেকে নিয়ে সিবিআইকে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় শীর্ষ আদালত সিবিআইকে নির্দেশ দেয়, এক মাসের মধ্যে দুই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরাই থেকে যাওয়ায় আজ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতিরা।
শীর্ষ আদালত নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া সত্ত্বেও অভিযুক্ত দুই পুলিশ আধিকারিক গ্রেফতার না হওয়ায় পারধির মা আদালত অবমাননার আর্জি দাখিল করেছিলেন। আজ সুপ্রিম কোর্টে এই মামলায় বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি আর মাধবনের বেঞ্চ সিবিআইকে বলেছে, ‘‘এটা চলতেই পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আপনারা কাজ করতে পারছেন না। তাহলে (আপনাদের) প্রয়োজন কোথায়? আবার নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরছেন?’’ বিচারপতি মাধবন সিবিআইয়ের উদ্দেশে মন্তব্য করেন, ‘‘আপনারা জানেন ওরা (অভিযুক্ত পুলিশ আধিকারিকেরা) কোথায় আছেন। আপনারা ওদের রক্ষা করছেন।’’ দেবের কাকা গঙ্গারাম পারধি বর্তমানে মধ্যপ্রদেশে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তিনি দেবের মৃত্যুর মামলার একমাত্র সাক্ষী।
বিচারপতি নাগরত্ন আজ সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে মন্তব্য করেছেন, ‘‘গঙ্গারামের যদি কিছু হয় বা হেফাজতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে, তাহলে আমরা আপনাদের ছেড়ে কথা বলব না। এই কথাটা জেলের আধিকারিকদের জানিয়ে দেবেন।’’
অভিযুক্ত দুই পুলিশ আধিকারিক সঞ্জিৎ সিংহ মাওয়াই এবং উত্তম সিংহ কুশওয়াহা এই বছরের এপ্রিল মাস থেকেই নিখোঁজ বলে সিবিআইয়ের দাবি। সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়েছে, এই মামলায় ১৫ সেপ্টেম্বর চার্জশিট দেওয়া হয়েছে এবং তিন আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ওই দুই পুলিশ আধিকারিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। সিবিআইয়ের দাবি, ওই অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আবেদনও করা হয়েছে। সিবিআইয়ের এই বক্তব্য অবশ্য বিচারপতিদের সন্তুষ্ট করতে পারেনি। গোটা পরিস্থিতিকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন বিচারপতি মাধবন।
আজ শুনানির সময় ক্ষুব্ধ বিচারপতি নাগরত্ন এক সময়েবলেন, মুখ্যসচিব, সিবিআইয়ের ডিরেক্টর, তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু করা হবে। তবে শেষ পর্যন্ত সিবিআই গ্রেফতারির বিষয়ে কী কী করেছে, তা নিয়ে বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে শীর্ষ আদালত। বিচারপতি নাগরত্ন জানিয়েছেন, গ্রেফতারি আগামী দুই দিনের মধ্যে হলে আদালত অবমাননার বিষয়টি অগ্রাহ্য করা হতে পারে। মামলার পরবর্তী শুনানি২৫ সেপ্টেম্বরে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)