Advertisement
০৬ মে ২০২৪

স্ত্রীর মৃত্যু সন্দেহজনক হলে সম্পত্তি পাবে না স্বামী

বিয়ের সাত বছরের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হলে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন স্বামী। সে ক্ষেত্রে তাঁর যাবতীয় সম্পত্তির অধিকারী হবে তাঁর সন্তানেরা। সন্তান না থাকলে মৃতার অভিভাবকেরা তাঁর সম্পত্তি পাবেন। বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ২২:৫৫
Share: Save:

বিয়ের সাত বছরের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হলে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন স্বামী। সে ক্ষেত্রে তাঁর যাবতীয় সম্পত্তির অধিকারী হবে তাঁর সন্তানেরা। সন্তান না থাকলে মৃতার অভিভাবকেরা তাঁর সম্পত্তি পাবেন। বুধবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

পণপ্রথা সংক্রান্ত একটি মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি টি এস ঠাকুরের ডিভিশন বেঞ্চ এ দিন জানায়, স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর তিন মাসের মধ্যে স্বামীকে যৌতুক হিসাবে পাওয়া যাবতীয় সম্পত্তি ফেরত দিতে হবে। অনাদায়ে দু’বছরের সশ্রম হাজতবাসের শাস্তির রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ। বিয়ের ১৫ মাসের মধ্যে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর একটি মামলার রায় দিতে গিয়ে এ দিন সংবিধানের ‘স্ত্রীধন’ সংক্রান্ত অনুচ্ছেদ তুলে ধরেন প্রধান বিচারপতি।

এই অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, বিয়ের সময় স্ত্রী বাড়ি থেকে দেওয়া যৌতুক ও উপহার ‘স্ত্রীধন’ হিসেবেই গণ্য করা হবে। এতে স্বামী বা শ্বশুরবাড়ির কোনও অধিকার থাকে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dowry marriage unnatural death property
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE