Advertisement
০৭ মে ২০২৪
Supreme Court of India

একজন পড়ুয়ার মৃত্যু হলেও ক্ষতিপূরণ ১ কোটি, দ্বাদশ নিয়ে অন্ধ্রকে সুপ্রিম হুঁশিয়ারি

অন্ধ্র প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্ন, কী করে সামাজিক দূরত্ব মেনে এতজনের পরীক্ষা নেওয়া সম্ভব?

নিজস্ব চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৩:১২
Share: Save:

করোনা পরিস্থিতিতে এখনও দ্বাদশের পরীক্ষা বাতিল করেনি অন্ধ্রপ্রদেশ সরকার। তা নিয়ে অন্ধ্র সরকারকে এ বার কড়া হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত মেনে পরীক্ষা নিতে গিয়ে যদি এক জন পড়ুয়ারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তা হলে রাজ্য সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

করোনা সংক্রমণের কারণে বেশির ভাগ রাজ্য দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে। যদিও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে তা হয়নি। সেই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, মোট ৫ লক্ষ ২০ হাজার পড়ুয়ার পরীক্ষা হবে নিয়ম মেনেই। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে মেনে চলা হবে করোনাবিধি। সেই পুরো ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মোট ৫ লক্ষ ২০ হাজার পড়ুয়া পরীক্ষা দেবে ৩৪ হাজার ঘরে। অন্ধ্র প্রশাসনকে শীর্ষ আদালতের প্রশ্ন, কী করে সামাজিক দূরত্ব মেনে এত জনের পরীক্ষা নেওয়া সম্ভব? সরকার হিসাব দিয়েছে, একটি ঘরে ১৫-১৮ জন পড়ুয়া থাকবে। যদিও সেই দাবি মানতে নারাজ আদালত।

দ্বাদশের পরীক্ষা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আদালত জানতে চেয়েছে, কোন ব্যক্তি বা গোষ্ঠী বোর্ড পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড পরীক্ষা নেওয়ার আগে কী ভাবে সব দিক খতিয়ে দেখা হয়েছে, তারও বিস্তারিত রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE