Advertisement
০৭ মে ২০২৪

বল্লারীতে প্রচার মানা খনি মাফিয়া এক রেড্ডির

কর্নাটকের ভোটে খনি মাফিয়া দুই রেড্ডি ভাইকে টিকিট দিয়েছে বিজেপি। বল্লারীতে সোমশেখর রেড্ডি এবং হারাপনাহাল্লিতে করুণাকর রেড্ডি।

সুপ্রিম কোর্ট- ফাইল চিত্র।

সুপ্রিম কোর্ট- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্ শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ১৩:৫৫
Share: Save:

কর্নাটকে হাজার হাজার কোটি টাকার খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত জনার্দন রেড্ডিকে তাঁর নিজের এলাকা বল্লারীতে ভোটের প্রচার করার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট।

কর্নাটকের ভোটে খনি মাফিয়া দুই রেড্ডি ভাইকে টিকিট দিয়েছে বিজেপি। বল্লারীতে সোমশেখর রেড্ডি এবং হারাপনাহাল্লিতে করুণাকর রেড্ডি। যা নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে বিজেপি। রাহুল গাঁধীর অভিযোগ, কর্নাটকের ভোটে এ বার গব্বর সিংয়ের গোটা দলকেই প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী। বল্লারীতে কালই জনার্দনের এক ভাই সোমশেখরের সঙ্গে এক মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী। পর দিনই শীর্ষ আদালতে ধাক্কা খেলেন জনার্দন। বল্লারীতে ৩৫ হাজার কোটি টাকার খনি কেলেঙ্কারির মূল অভিযুক্ত তিনি। ৬০টি মামলা ঝুলছে তাঁর নামে। জেলে কাটিয়েছেন তিন বছর। ২০১৫ সালে জামিন পাওয়ার সময়ে শর্ত ছিল, নিজের শহর বল্লারীতে ঢুকতে পারবেন না জনার্দন। ফলে ভোটে বিজেপির হয়ে প্রচারে নামলেও বল্লারীর বাইরে চিত্রদূর্গ জেলাতেই দেখা গিয়েছে তাঁকে। বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়েছিলেন, জনার্দনের সঙ্গে তাঁদের দলের কোনও সম্পর্ক নেই। কিন্তু নিজের বন্ধু ও বিজেপি প্রার্থী বি শ্রীরামালুর হয়ে প্রচারে নামেন তিনি।

জনার্দন প্রথমে ঘাঁটি গেড়েছিলেন বল্লারী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। পরে সুপ্রিম কোর্টে আর্জি জানান, বল্লারীতে অন্তত ১০ দিন তাঁকে ভাইয়ের হয়ে প্রচার করতে দেওয়া হোক। কিন্তু শীর্ষ আদালত আজ সেই আর্জি খারিজ করে দিয়ে বলেছে, ‘‘জনার্দন রেড্ডির ভোটের প্রচার করার কোনও প্রয়োজন নেই।’’ এ ছাড়া, পরের শনিবার ভোট দিতেও বল্লারীতে যেতে পারবেন না তিনি।

অনেকেই মনে করেন, রেড্ডি ভাইদের মদতেই কর্নাটকে প্রথম বার ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু দুর্নীতির অভিযোগে তৎকালীন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সরে যাওয়া ও জনার্দন জেলে যাওয়ায় কর্নাটকের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন রেড্ডি ভাইয়েরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

সুপ্রিম কোর্ট supreme court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE