তামিলনাড়ুর বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমোদন দিতে কেন দেরি হচ্ছে রাজ্যপাল আরএন রবির? সোমবার এ বিষয়ে ফের প্রশ্ন উঠল সুপ্রিম কোর্ট। রাজ্যপাল রবির কাছে ১২টি বিলের অনুমোদন আটকে রয়েছে বলে সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘লাইভ ল’ অনুসারে, সবচেয়ে পুরনো বিলটি ২০২০ সাল থেকে জমে রয়েছে। শুনানি শেষে সোমবার এই মামলার রায়দান স্থগিত রেখেছে আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বিধানসভায় পুনরায় পাশ হওয়া বিল রাজ্যপাল কী ভাবে পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠান, তা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। বস্তুত, তামিলনাড়ুর বিধানসভা পাশ হওয়া বিল আটকে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। রাজ্যপাল রবি মনে করছেন এই বিলগুলি কেন্দ্রীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রপতিও সে কথা জানিয়ে প্রথমে বিলগুলি ফেরত পাঠিয়ে দেন তিনি।
বেশ কয়েক বছর বিলে সম্মতি ঝুলিয়ে রাখার পরে ২০২৩ সালের ১৩ নভেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল জানান, তিনি ১০টি বিলে সম্মতি দেবেন না। এর পরে তামিলনাড়ু বিধানসভায় ফের ওই বিলগুলিই পাশ করানো হয়। তার পরে কয়েকটি বিল রাষ্ট্রপতির কাছে পাঠান রাজ্যপাল।
আরও পড়ুন:
মামলায় এর আগে সরকার পক্ষের বক্তব্য, রাজ্যপাল যদি কোনও বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে চান তবে তাঁকে প্রথমেই তা করতে হবে। তা না হলে বিল ফেরত পাঠাতে হবে বিধানসভার কাছে। জবাবে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি বলেন, এ ক্ষেত্রে রাজ্যপাল জানিয়েছিলেন তিনি বিলে সম্মতি দিচ্ছেন না। কিন্ত রাজ্য বিধানসভা ফের একই বিল পাশ করে দাবি করেছে, রাজ্যপাল এ বার সম্মতি দিতে বাধ্য।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রাজ্য এবং রাজ্যপালের মধ্যে এমন সংঘাতের চিত্র দেখা গিয়েছে। এ রাজ্যে তৃণমূলের পরিষদীয় দলের অভিযোগ, বিধানসভায় পাশ হওয়া ২০টিরও বেশি বিল আটকে রয়েছে অনুমোদনের জন্য।