তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতিদান নিয়ে টালবাহানা করায় সে রাজ্যের রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
রাজ্যপাল টি এন রবির সঙ্গে বিলে সম্মতিদান নিয়ে টানাপড়েন চলছে তামিলনাড়ু সরকারের। তা নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছে তামিলনাড়ু। সেই মামলাতেই এ দিন শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্যপাল মনে করছেন এই বিলগুলি কেন্দ্রীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাষ্ট্রপতিও সে কথা জানিয়ে বিলগুলি ফেরত পাঠিয়েছেন। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কি রাজ্যপালের দায়িত্ব নয় বিধানসভায় পাশ হওয়া বিল দ্রুত বিধানসভায় ফিরিয়ে দেওয়া? শীর্ষ আদালত জানিয়েছে, প্রয়োজনে তারাই বিলগুলি কেন্দ্রীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। বেশ কয়েক বছর বিলে সম্মতি ঝুলিয়ে রাখার পরে ২০২৩ সালের ১৩ নভেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল জানান, তিনি ১০টি বিলে সম্মতি দেবেন না। এর পরে তামিলনাড়ু বিধানসভায় ফের ওই বিলগুলিই পাশ করানো হয়। তার পরে কয়েকটি বিল রাষ্ট্রপতির কাছে পাঠান রাজ্যপাল।
তামিলনাড়ুর তরফে সুপ্রিম কোর্টে বলা হয়েছে, রাজ্যপাল যদি কোনও বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে চান তবে তাঁকে প্রথমেই তা করতে হবে। তা না হলে বিল ফেরত পাঠাতে হবে বিধানসভার কাছে। জবাবে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি বলেন, এ ক্ষেত্রে রাজ্যপাল জানিয়েছিলেন তিনি বিলে সম্মতি দিচ্ছেন না। কিন্ত রাজ্য বিধানসভা ফের একই বিল পাশ করে দাবি করেছে, রাজ্যপাল এ বার সম্মতি দিতে বাধ্য।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)