রাত পর্যন্ত সুইমিং পুল খোলা রাখার সিদ্ধান্ত নিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। তবে কোনও প্রশিক্ষণ নয়, প্রাপ্তবয়স্ক প্রশিক্ষিতরাই এই সময়টায় সাঁতার কাটতে পারবেন।
জেলা ক্রীড়া সংস্থার সাঁতার সচিব শৈবাল দত্ত জানিয়েছেন, সিদ্ধান্ত হয়েই গিয়েছে। শুধু গভর্নিং বডির অনুমতির অপেক্ষা। তাও প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। ২৬ জুন এই মরশুমের সাঁতার প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব শুরু হবে। শৈবালবাবুরা ধরে রেখেছেন, সেদিনই স্টেডিয়ামের ফ্লাড লাইট জ্বলে উঠবে সুইমিং পুলের জন্য। রাত ৬টা থেকে ৭টা মহিলারা জলে নামবেন। পুরুষদের সময় সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা। সদস্য ছাড়া বাইরের কেউ যাতে ওই সময় পুল-চত্বরে ঢুকতে না পারেন, সেজন্য থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। প্রশিক্ষক না থাকলেও ফ্লাড লাইট, নিরাপত্তা রক্ষী-সহ বিশেষ ব্যবস্থাগুলির জন্য ফি কাঠামোও ভিন্ন হবে বলে শৈবালবাবু জানিয়েছেন। তিনি আরও জানান, প্রশিক্ষণে ২ মাসের ফি বাধ্যতামূলক হলেও রাতের পর্বে দিনের হিসেবে মূল্য ধার্য হবে।
প্রসঙ্গত, শিলচরে একটিই সুইমিং পুল রয়েছে। প্রতিদিন পাঁচ ব্যাচে সাঁতার শেখানো হয় সেখানে। ভোর সওয়া পাঁচটা থেকে তিনটি ব্যাচ। বিকেল সাড়ে ৩টা থেকে দু’টি ব্যাচ।