ভারতে বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী ‘লশকর-এ-ত্যায়বা’ কী ষড়যন্ত্র করেছিল, জানেন তাহাউর রানা! শুধু তা-ই নয়, লশকরের অন্যতম প্রধান হাফিজ় ভবিষ্যৎ পরিকল্পনার সম্পর্কেও অবগত তিনি। তাই তাঁকে আরও জেরার প্রয়োজন রয়েছে বলে আদালতে দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এমনই খবর সংবাদমাধ্যম ‘নিউজ় ১৮’ প্রতিবেদন সূত্রে।
ওই প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীদের যুক্তি, ভারতে লশকর কী কী ষড়যন্ত্র করছে, সেই সম্পর্কে তথ্য রয়েছে রানার কাছে। তাঁকে জেরা করে সেই সব তথ্য জানা যেতে পারে। এনআইএ আরও জানিয়েছে হেফাজতে প্রতিনিয়ত রানার স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। রানার আইনজীবীর দাবি, হেফাজতে প্রতি দিন তাঁর মক্কেলকে ২০ ঘণ্টা করে জেরা করছে এনআইএ। সেই দাবি অস্বীকার করে এনআইএ-র দাবি, জেরায় অসহযোগিতা করছেন রানা। ষড়যন্ত্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাই রানাকে আরও জেরা করার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন:
মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার অন্যতম চক্রী রানা ভারতে প্রত্যর্পণের পর থেকেই রয়েছেন এনআইএ হেফাজতে। গত ২৮ এপ্রিল তাঁকে আদালতে হাজির করানো হয়। এনআইএ-র যুক্তি শোনার পর বিচারক আরও ১২ দিনের জন্য রানাকে এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। নির্দেশনামায় বিচারক উল্লেখ করেছেন, কেস ডায়েরি পর্যালোচনা করলেই বোঝা যায় এনআইএ খুব গুরুত্ব সহকারে মামলার তদন্ত করছে। একই সঙ্গে রানার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যাপারেও অনুমতি দিয়েছে আদালত। বস্তুত, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে যে হামলা হয়েছিল, সেখানে রানার ঠিক কী ভূমিকা ছিল, সে বিষয়ে আরও নির্দিষ্ট ভাবে তথ্য সংগ্রহের জন্য রানার কণ্ঠস্বরের নমুনাএনআইএ-র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।