E-Paper

টাকার চিহ্নের বদল: সরগরম তামিলনাড়ু

তামিলনাড়ুর রাজ্য বাজেটে ‘রু’ বর্ণ ব্যবহার করার প্রতিবাদে সরব হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৭:৩৯
ভারতীয় টাকা বা রুপির চিহ্নের বদলে তামিল বর্ণ ‘রু’ (তামিলে রুবাই) ব্যবহার করেছে তামিলনাড়ু সরকার।

ভারতীয় টাকা বা রুপির চিহ্নের বদলে তামিল বর্ণ ‘রু’ (তামিলে রুবাই) ব্যবহার করেছে তামিলনাড়ু সরকার। —প্রতীকী চিত্র।

ভাষা নিয়ে কেন্দ্রের সঙ্গে টানাপড়েনের মধ্যেই রাজ্য বাজেটে ভারতীয় টাকা বা রুপির চিহ্নের বদলে তামিল বর্ণ ‘রু’ (তামিলে রুবাই) ব্যবহার করেছে তামিলনাড়ু সরকার। তার জেরে এ দিনও চাপানউতোর চলল রাজ্যের শাসক ডিএমকে ও কেন্দ্রের শাসক বিজেপির মধ্যে। আজ তামিলনাড়ু বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এর প্রতিবাদে ওয়াক আউট করেন এডিএমকে ও বিজেপি জোটের ৬৪ জন বিধায়ক।

তামিলনাড়ুর রাজ্য বাজেটে ‘রু’ বর্ণ ব্যবহার করার প্রতিবাদে গত কাল সরব হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই পদক্ষেপের মাধ্যমে ‘বিচ্ছিন্নতাবাদী মনোভাব’-কে মদত দিচ্ছেন বলে দাবি করেন নির্মলা। আজ এম কে স্ট্যালিনের দল ডিএমকে-র তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘অজ্ঞের পক্ষে ইতিহাস একটি দুঃস্বপ্ন। সঙ্ঘীরা রু শব্দটি নিয়ে এমন হইচই করছেন যেন কয়েক শতাব্দী ধরে চলা তামিল ভাষার ব্যবহার হঠাৎ ভুল হয়ে গিয়েছে।’’ সেই সঙ্গে ১৯৩৫ সালের একটি তামিল বইয়ে টাকা অর্থে ‘রু’ শব্দটির ব্যবহারের চিত্র তুলে ধরেছে ডিএমকে। তামিলনাড়ুর এক বাসিন্দা আবার ২০২২ সালের একটি বাস টিকিটে ওই শব্দটির ব্যবহারের চিত্র পোস্ট করেছেন।

রাজ্য বাজেটে ‘রু’ শব্দটির ব্যবহারের প্রতিবাদে আজ তামিলনাড়ু বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি ও এডিএমকে-র বিধায়কেরা। সেইসঙ্গে এ দিন তামিলনাড়ুতে মদ ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রক সংস্থা ‘ট্যাসম্যাক’-এ দুর্নীতির অভিযোগ এনেছে ইডি। তা নিয়েও সরব হন বিরোধী বিধায়কেরা। এডিএমকে-র দাবি, এম কে স্ট্যালিন সরকারকে ইস্তফা দিতে হবে।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Tamilnadu ADMK BJP MK Stalin Hindi Imposition

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy