স্পেনের সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’-এর সঙ্গে যৌথ ভাবে ভারতীয় বায়ুসেনার জন্য বিমান বানাবে টাটা গোষ্ঠী। শুক্রবার দুই সংস্থার মধ্যে এ বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারত ভূষণ বাবু টুইটারে চুক্তি সইয়ের কথা জানিয়েছেন।
‘টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড’ (টিএএসএল) জানিয়েছে, ২০ হাজার কোটি টাকার চুক্তি অনুযায়ী আগামী ১০ বছরে স্পেনের বিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে যৌথ ভাবে ভারতে মোট ৪০টি সি-২৯৫ মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান বানানো হবে। ৫ থেকে ১০ টন ক্ষমতা সম্পন্ন স্পেনীয় বিমানগুলি ভারতীয় বায়ুসেনার পাঁচ দশকের পুরনো অ্যাভ্রো-৭৪৮-এর ‘পরিবর্ত’ হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।