Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Ladakh

লাদাখে বাহিনীর জন্য অস্থায়ী বাসভবন

আমেরিকা থেকে আনা হয়েছে বিশেষ শীতবস্ত্র।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:১২
Share: Save:

কূটনৈতিক আলোচনা চলছে। সেইসঙ্গে চলছে সামরিক বাহিনীর কমান্ডার স্তরের বৈঠকও। কিন্তু তার পাশাপাশি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভারতীয় সেনার যুদ্ধকালীন প্রস্তুতি এখন আসন্ন শীতের মোকাবিলার। প্যাংগং হ্রদের দক্ষিণের সংঘর্ষবিন্দুগুলিতে এখন দিনে তাপমাত্রা থাকছে ৭ বা ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেটাই রাতে নেমে যাচ্ছে মাইনাস দশে। শীতে লাদাখে মোতায়েন বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তিতে তৈরি অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আমেরিকা থেকে আনা হয়েছে বিশেষ শীতবস্ত্র।

সূত্রের খবর, ৫৮০০ মিটার উচ্চতায় ফিঙ্গার ফোর এলাকায় শীত সংক্রান্ত সহনশীলতার একটি পরীক্ষার ব্যবস্থা করেছে ভারতীয় সেনা। লাদাখের কারাকোরাম ও কৈলাশ শৃঙ্গে ইতিমধ্যেই তুষারপাত হয়েছে। নভেম্বরেই শীত এসে যাবে বলে মনে করছে সেনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ladakh Indian Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE