মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানো সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আনা প্রস্তাব নিয়ে রাজ্যসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠক আজ উত্তপ্ত হল।
ওই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু প্রথমে প্রস্তাব দেন ১ ঘণ্টা আলোচনার। উপস্থিত কংগ্রেসের জয়রাম রমেশ প্রতিবাদ করে বলেন, অন্তত ২ থেকে ৩ ঘণ্টা আলোচনার জন্য জরুরি। কিন্তু রিজিজু বলেন, এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়া কেউ বক্তব্য পেশ করবেন না শাসকজোটের পক্ষ থেকে। তাই এক ঘণ্টাই যথেষ্ট। এরপর তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, বিষয় উপদেষ্টা কমিটির কাজ সংসদে কোনও বিষয়ে আলোচনার সময় স্থির করা। কে বলবেন বা কে বলবেন না সেটা দেখা নয়। তিনি কিছুটা শ্লেষাত্মক ভাবে রিজিজুকে বলেন, যে হেতু সংসদীয় মন্ত্রী নিজে উত্তর-পূর্ব থেকে এসেছেন, তাঁরও তো ২ থেকে ৩ মিনিট বলা উচিত! শেষপর্যন্ত স্থির হয় দু’ঘণ্টা আলোচনা হবে। তবে কবে এই আলোচনা হবে তা এখনও স্থির হয়নি। তৃণমূলের দাবি ৩১ডিসেম্বরের মধ্যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন শেষ করা হোক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)