Advertisement
E-Paper

সন্ত্রাসবাদ কমছে, দাবি জেটলি ও রাজনাথের

লখনউয়ে আজ জাতীয় তদন্তকারী সংস্থার দফতর ও আবাসন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৪:২০

এক জন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য জনের হাতে প্রতিরক্ষা আর অর্থমন্ত্রকের দায়িত্ব। রাজনাথ সিংহ আর অরুণ জেটলি। দু’জনেই আজ প্রায় একই সুরে জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ গত কয়েক বছরে অনেকটাই কমেছে। তার কৃতিত্ব দু’জনেই দিয়েছেন কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত আর এনআইএ-র সাম্প্রতিক তল্লাশি অভিযানকে।

লখনউয়ে আজ জাতীয় তদন্তকারী সংস্থার দফতর ও আবাসন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সেখানেই রাজনাথ বলেন, ‘‘কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা এখন অনেকটাই কমে গিয়েছে। আর তার পুরো কৃতিত্বটাই এনআইএ-র।’’ সম্প্রতি জম্মু-কাশ্মীরের নানা জায়গায় তল্লাশি করে সাত জন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতার করেছিল এনআইএ। পাকিস্তান থেকে টাকা নিয়ে ওই নেতারা পাথর ছোড়া, জঙ্গি হামলায় মদত দিতেন বলেই অভিযোগ। এই অভিযানের ফলে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভাটা পড়েছে বলে মনে করছেন রাজনাথ। তাঁর দাবি, শুধু জম্মু-কাশ্মীরই নয়, গোটা দেশেই মাওবাদী হামলা আর সন্ত্রাসবাদী কাজকর্মের ঘটনা গত তিন বছরে কমেছে। মোদী সরকারের কাজকর্মের প্রশংসা করে তিনি বলেন, ‘‘আমরা চ্যালেঞ্জটা নিয়েছি। এটা স্বীকার করতেই হবে যে গত তিন বছরে হামলার ঘটনা উত্তর-পূর্বে ৭৫ শতাংশ কমেছে। পরিসংখ্যান বলছে, মাওবাদী আন্দোলনেও ভাটা পড়েছে।’’ রাজনাথের বক্তব্য, ‘‘আমরা যদি এ ভাবে জাল নোট আর সন্ত্রাসে মদত জোগানোর টাকা আসার রাস্তা বন্ধ করতে পারি, আগামী দিনে সন্ত্রাসবাদের উপর আরও বড় ধাক্কা আসবে। এনআইএ দারুণ কাজ করছে। এই নামটাই সন্ত্রাসে মদতদাতাদের শিড়দাঁড়া দিয়ে ভয়ের স্রোত বইয়ে দিচ্ছে।’’

আরও পড়ুন: লাদাখে ভারতীয় ও চিনা সেনার মারপিটের ভিডিও

মুম্বইয়ে অন্য একটি অনুষ্ঠানে প্রায় একই সুরে কথা বলেছেন প্রতিরক্ষা তথা অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজনাথ যেমন এনআইএ-কে কৃতিত্ব দিয়েছেন, জেটলি তেমনই এনেছেন নোট বাতিলের প্রসঙ্গ। নোট বাতিল পরবর্তী সময়ে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদ ধুঁকছে বলে আজ মন্তব্য করেছেন তিনি। ‘‘আগে হাজার হাজার যুবক কাশ্মীরের রাস্তায় পাথর হাতে নামত। এখন সেই সংখ্যাটাই কুড়ি-পঁচিশে নেমে এসেছে। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারাই হোক বা ছত্তীসগঢ়ের মাওবাদীরা, নোট বাতিলের পরে এরা কার্যত টাকার অভাবে ধুঁকছে,’’ বলেছেন জেটলি। জানিয়েছেন, সরকারের এখন লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা, গ্রামোন্নয়ন ও পরিকাঠামোয় টাকা খরচ করা। আজ ইউপিএ সরকারকেও এক হাত নিয়েছেন জেটলি। তাঁর অভিযোগ, কাশ্মীর সমস্যা সমাধানে কিছুই করেনি ইউপিএ সরকার। কংগ্রেসের গা ছাড়া মনোভাবের জন্যই এত দিন কাশ্মীরে পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পেরেছে। জেটলির কথায়, ‘‘আমাদের এটা মানতেই হবে যে বর্তমান প্রধানমন্ত্রীর মতো চ্যালেঞ্জের মোকাবিলা আর কোনও প্রধানমন্ত্রী করেননি।’’

Arun Jaitley Rajnath Singh Terrorism অরুণ জেটলি রাজনাথ সিংহ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy