২৬ এপ্রিল ২০২৪
চিকিৎসকেরা জানালেন এই রোগ প্রতিকারের একটাই উপায় রয়েছে - বোন ম্যারো ট্রিটমেন্ট। দুর্ভাগ্যবশত এই প্রতিস্থাপনের খরচা প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি।
Ketto

বোন ম্যারো প্রতিস্থাপনেই বাঁচবে শিশু, সাহায্যের আশায় মা-বাবা

চিকিৎসকেরা জানালেন এই রোগ প্রতিকারের একটাই উপায় রয়েছে - বোন ম্যারো ট্রিটমেন্ট। দুর্ভাগ্যবশত এই প্রতিস্থাপনের খরচা প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি।

বোন ম্যারো ট্রিটমেন্টের ঠিক হতে পারে বাচ্চাটি

বোন ম্যারো ট্রিটমেন্টের ঠিক হতে পারে বাচ্চাটি

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৩:০৬
Share: Save:

প্রায় ১১ বছর ধরে আমরা সন্তানের জন্য কামনা করছিলাম। আমরা অনেক কিছুই করেছি কিন্তু কোনও কিছুই কাজে লাগেনি। সব শেষে যখন আমি অন্তঃসত্ত্বা হলাম, আমি এবং আমার স্বামী দুজনেই খুব খুশি হয়েছিলাম।

কিন্তু সেই খুশি বেশিদিন থাকেনি। ২০১৯ সালে আমার ছেলে জন্ম নেয়। ২০২১-এর জানুয়ারিতে সে অসুস্থ হয়ে পড়ে।

সাহায্য করুন

প্রথমেই ওর শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। কোনও কিছুই কাজ করছিল না। তড়িঘড়ি আমরা হাসপাতালে যাই চিকিৎসকের পরামর্শ নিতে। তাঁরা কয়েকটা টেস্ট দেয়। টেস্টের রিপোর্ট আমাদের মন ভেঙ্গে দেয়।

এর পরের দিনই, চিকিৎসকেরা জানায়, আমাদের ছেলের উইসকট-অ্যাল্ডরিক সিনড্রোমের সঙ্গে রিফ্র্যাকটরি থ্রম্বোসাইটোপেনিয়া এবং অটোইমিউন ভ্যাসকিউলিটিস রোগ রয়েছে।

সাহায্য করুন

আমি বা আমার স্বামী, কেউই আমরা প্রথমে এর অর্থ বুঝতে পারিনি। চিকিৎসকেরা জানালেন এই রোগ প্রতিকারের একটাই উপায় রয়েছে - বোন ম্যারো ট্রিটমেন্ট। দুর্ভাগ্যবশত এই প্রতিস্থাপনের খরচা প্রায় ২৫ লক্ষ টাকার কাছাকাছি।

সাহায্য করুন

আমার পরিবারে আমারা স্বামী একমাত্র রোজগার করে। ও একটা দোকানে কাজ করে, মাসিক আয় ৬০০০ টাকা।

এখনও পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য যা করেছি তার সব টাই ধার করে। আমরা লোন নিয়েছি। গয়না-গাটি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। এখন আমাদের কাছে কোনও অর্থ অবশিষ্ট নেই।

সাহায্য করুন

ছেলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তে আমাদের কাছে খুব আপন। ও আমার পৃথিবী। আমি ওকে বাঁচাতে ও ওকে ভাল রাখতে সব কিছু করতে পারি। ওকে ব্যথায় কাঁদতে দেখে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমরা জানি, ওকে বাঁচানোর জন্য এটাই এক মাত্র উপায়।

সাহায্য করুন

ওর বাবার থেকে ওর জন্য বোন ম্যারো নেওয়া হবে। যদি কোনও ভাবে এই অর্থ আমাদের জোগার হয়ে যায়, তবে আমার ছেলেটা বেঁচে যাবে।

আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার পাশে এসে দাড়ান। আপনাদের সকলের সাহায্যে আমার সন্তান প্রাণ ফিরে পেতে পারে।

সাহায্য করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Ketto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE