সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ জনের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন। বিশেষ ও নিবিড় সংশোধনে (এসআইআর) বাদ পড়েছে তাঁদের নাম। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে কেউ দেখতে পারবেন সেই তালিকা।
১৪ অগস্ট দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বাদ পড়া ভোটারদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সেই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছিল অন্যত্র চলে যাওয়া, মৃত্যু বা একাধিক জায়গার ভোটার হিসাবে নাম তোলা থাকলে সেই কারণও উল্লেখ করতে হবে। এমনকি, সেই তালিকা প্রতি বুথ, পঞ্চায়েত দফতরে দেখানোর জন্য জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছিল। সেই সঙ্গে নির্দেশ ছিল, তাঁরা যেন সমাজমাধ্যমেও সেই তালিকা প্রকাশ করেন। আরও নির্দেশ, টিভি, সংবাদপত্র, রেডিয়োতে বিজ্ঞাপনের মাধ্যমেও প্রচার করতে হবে। আদালতের নির্দেশের পরেই সেই তালিকা প্রকাশ করল কমিশন।
আরও পড়ুন:
এ ছাড়াও একটি লিঙ্ক দেওয়া হয়েছে কমিশনের সাইটে, যেখানে ভোটারেরা সহজেই তাঁদের নাম আছে কি না তা যাচাই করতে পারবেন।