হিন্দি-সহ একাধিক ভারতীয় বিষয় ও ভাষার বিশেষজ্ঞ ফ্রাঞ্চেসকা ওরসিনিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল ভারত। যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। সরব হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহের মতো ব্যক্তিত্বরাও।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ়-এর প্রাক্তন অধ্যাপক ওরসিনি চিনে একটি সম্মেলনে যোগ দেওয়ার পর কাল রাতে হংকং হয়ে দিল্লি পৌঁছন। ভারতে পরিচিতদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে বিমানবন্দর থেকে বার হতে দেননি। তাঁকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এই বিষয়ে তাঁকে কোনও কারণ জানানো হয়নি বলে ওরসিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন। ফলে দিল্লি থেকেই লন্ডনে ফিরে যেতে হচ্ছে তাঁকে।
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, ওরসিনির ভিসার সঙ্গে সফরের উদ্দেশ্য মিলছে না। ওরসিনির পর্যটন ভিসার প্রসঙ্গ তুললে তিনি বলেন, তিনি এর আগে পর্যটন ভিসা নিয়ে গবেষণার কাজ করেছেন। যা নিয়মের লঙ্ঘন। ২০২৫ সালের মার্চ থেকে ওরসিনিকে কালো তালিকায় রাখা হয়েছে। সরকারের যুক্তি, ভিসার নিয়মের লঙ্ঘন হলে আন্তর্জাতিক স্তরে সংশ্লিষ্ট ব্যক্তিতে কালো তালিকায় রাখা হয়। তবে এর আগেও কয়েক বার ভিসা থাকা সত্ত্বেও কয়েক জন বিদেশি বিশেষজ্ঞকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ওরসিনিকে ভারতে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ ফ্রাঞ্চেসকা ওরসিনি ভারতীয় সাহিত্যে বিশেষজ্ঞ। তাঁর কাজ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বুঝতে সাহায্য করে। কোনও কারণ ছাড়া তাঁকে ভারত থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে স্পষ্ট, ভারত সরকার নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিবেচকের মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)