Advertisement
২১ মে ২০২৪

বাড়ি ফিরল নির্যাতিতা

দিল্লিতে নির্যাতনের শিকার হওয়া করিমগঞ্জের আদরকোণা গ্রামের এক তরুণী নিজের বাড়িতে ফিরে এলেন। পুলিশ জানিয়েছে, চার বছর আগে গুয়াহাটির একটি বাড়িতে তিনি পরিচারিকার কাজ পান। সেখান থেকে তাঁকে দিল্লির গুরধামদাস নগরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন পরই তাঁর সঙ্গে আদরকোণার বাড়ির লোকেদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:২১
Share: Save:

দিল্লিতে নির্যাতনের শিকার হওয়া করিমগঞ্জের আদরকোণা গ্রামের এক তরুণী নিজের বাড়িতে ফিরে এলেন। পুলিশ জানিয়েছে, চার বছর আগে গুয়াহাটির একটি বাড়িতে তিনি পরিচারিকার কাজ পান। সেখান থেকে তাঁকে দিল্লির গুরধামদাস নগরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন পরই তাঁর সঙ্গে আদরকোণার বাড়ির লোকেদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, ১৫ দিন আগে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ওই তরুণীর বাড়িতে ফোন করা হয়। তাঁকে দিল্লি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। তরুণীর পরিবারের তরফ থেকে করিমগঞ্জ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ তাঁকে করিমগঞ্জে ফিরিয়ে নিয়ে আসা হয়। তরুণীর অভিযোগ, তাঁকে দিল্লিতে প্রচণ্ড অত্যাচার করা হতো। কোনও মতে ওই বাড়ি থেকে পালিয়ে তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। গুরুধামদাস থানা অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rape karimganj police delhi phone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE