Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Viral

Viral: দোকান বন্ধ থাকলে কী ভাবে যোগাযোগ করবেন, ব্যবসায়ীর লেখা নিয়ে সরগরম নেটমাধ্যম

কী এমন লিখলেন ওই ব্যবসায়ী!

এই লেখাকে ঘিরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। ছবি সৌজন্য টুইটার।

এই লেখাকে ঘিরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৭:৪৮
Share: Save:

করোনা আবহে অনেক দোকানদারই তাঁদের দোকানের সামনে লিখে রাখছেন, ‘মাস্ক পরে আসুন বা ভিতরে ঢুকুন'। অনেকে আবার লিখছেন, ‘মাস্ক ছাড়া দোকানে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না'। এমন বিজ্ঞপ্তি এখন হামেশাই চোখে পড়ছে। কিন্তু এক ব্যবসায়ী তাঁর দোকানের বাইরে যা লিখেছেন, তা নিয়ে নেটমাধ্যমে হাসির রোল উঠেছে। সেই লেখা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

দোকানটি কোথাকার, সেটা অবশ্য জানা যায়নি। ছবিতে দেখা যাচ্ছ্‌ দোকানের শাটার বন্ধ। সেই শাটারের গায়ে সাদা কাগজে ছাপার অক্ষরে হিন্দিতে লেখা, ‘আগর মেরি দুকান কা শাটার বন্ধ দিখে তো কনট্যাক্ট করে। হাম আত্মা কী তরহ আস পাস হি ভটক রহি হ্যায়'। অর্থাৎ ‘আমার দোকানের শাটার যদি বন্ধ দেখেন তা হলে যোগাযোগ করুন। আমি আত্মার মতো দোকানের আশপাশেই ঘুরে বেড়াচ্ছি'।

লেখাটি শেয়ার করেছেন এক আইপিএস আধিকারিক দীপাংশু কাবরা। ছবিটি টুইটারে পোস্ট করে যে জবাব দিয়েছেন তা নিয়েও নেটাগরিকদের মধ্যে বেশ চর্চা হচ্ছে। দীপাংশু ছবির উপরে লিখেছেন, ‘ইস ভটকতি আত্মা কি খাকি সে জল্দ মুলাকাত হোগি'। অর্থাৎ এই ভ্রাম্যমাণ আত্মার সঙ্গে খুব শীঘ্রই পুলিশের সাক্ষাৎ হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Shop Business
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE