Advertisement
১১ মে ২০২৪
Nishith Pramanik

Nishith Pramanik: মন্ত্রী নিশীথের নাগরিকত্ব জানতে চেয়ে সংসদে সরব তৃণমূল, তদন্ত দাবি করল কংগ্রেসও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে গত সপ্তাহে নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা।

নিশীথ প্রামাণিক।

নিশীথ প্রামাণিক। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৬:১০
Share: Save:

রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সোমবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানতে চান, নিশীথ বাংলাদেশের নাগরিক বলে যে অভিযোগ উঠেছে তা সত্যি কি না। তাঁর মন্তব্যে সমর্থন জানিয়ে কংগ্রেস ঘটনার তদন্ত দাবি করে।

বিজেপি সাংসদেরা প্রতিবাদ জানালে সভায় হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি-র দাবি, বিরোধীদের অভিযোগ মিথ্যা। নিশীথ ভারতের নাগরিক। রাজ্যসভায় বিজেপি-র দলনেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘নিশীথের নাগরিকত্ব নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’’ যদিও পরে সাংবাদিক বৈঠকে রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, নিশীথ বিরুদ্ধে বাংলাদেশি নাগরিত্বের অভিযোগ নিয়ে সরকারের উপর চাপ বাড়াবেন তাঁরা।

গত সপ্তাহে নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রিপুন বরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তিনি অভিযোগ করেন, কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ আদতে বাংলাদেশের গাইবান্ধা জেলার বাসিন্দা। পলাশবাড়ির হরিনাথপুরে নিশীথের বাড়ি রয়েছে বলেও দাবি করেন তিনি। রিপুন অভিযোগ করেন, জাল নথি দেখিয়ে নিশীথ নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করছেন।

রিপুনের ওই অভিযোগের পরেই রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেন নেটমাধ্যমে নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে রাজ্য বিজেপি-র নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘তর্কের খাতিরে অভিযোগ মেনে নিলেও এটা তো ঠিক যে, নিশীথ হিন্দু। বিজেপি মনে করে, সব হিন্দুই ভারতীয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE