আপ-এর রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত হওয়া স্বাতী মালিওয়ালকে অভিনন্দন জানিয়ে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, অল্পবয়সিরা সংসদে এলে পরিস্থিতি আলোকিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে সংসদ এখন ‘অন্ধকার ধুসর এক প্রকোষ্ঠে’ পরিণত হয়েছে। মালিওয়ালের বয়স ৩৯, তিনি দিল্লির মহিলা কমিশনের প্রধানও। সাকেত গোখলে, রাঘব টাড্ডার মতো তরুণতর সাংসদদের উদাহরণ দিয়ে ডেরেক তাঁর ব্লগে লিখেছেন, “এঁদের উৎসাহ এবং উদ্যম সংসদের বর্তমান হতাশাজনক পরিস্থিতিকে পরিবর্তিত করতে পারে।” দলে প্রবীণ-নবীন বিতর্কের সময়ে ডেরেকের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।
তাঁর কথায়, “আজ সংসদে ভিন্নমতের কোনও স্থান নেই। সংসদীয় কমিটিগুলিকে অবজ্ঞা করে জোর করে বিল পাশ করানো হয়। বিরোধীদের পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে, শুধুমাত্র সরকারের দাপটই চলছে।”
গত শীতকালীন অধিবেশন ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভায় গন্ডগোল করার অভিযোগে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে অধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে এবং রাজ্যসভার প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে। তাঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও আজ লোকসভার প্রিভিলেজ কমিটি কংগ্রেসের তিন সাংসদ কে জয়কুমার, আব্দুল খালেক, বিজয় বসন্তের সাসপেনশন তুলে নিয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এঁরা এঁদের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)