Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Rekha Sharma-Mahua Moitra

‘কেন এফআইআর মহুয়ার বিরুদ্ধে?’ মহিলা কমিশনের মামলায় দিল্লি পুলিশের জবাব চাইল হাই কোর্ট

উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর এক্স হ্যান্ডলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৪ ১৬:৪৫
Share: Save:

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ সংক্রান্ত মামলায় দিল্লি পুলিশকে নোটিস পাঠাল দিল্লি হাই কোর্ট। মহুয়া তাঁর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের জন্য দিল্লি হাই কোর্টে যে আবেদন জানিয়েছিলেন, তারই প্রেক্ষিতে দিল্লি পুলিশকে নোটিস পাঠিয়ে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নীনা বনসল কৃষ্ণ। আগামী ৬ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানি হবে।

উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে এক্স হ্যান্ডলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর ওই মন্তব্য সাংবিধানিক পদের মর্যাদা হানি করেছে অভিযোগ করে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছিল মহিলা কমিশনের তরফে। সেই এফআইআর খারিজের দাবিতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া।

মহুয়ার আইনজীবী ইন্দিরা জয়সিংহ হাই কোর্টে অভিযোগ করেছিলেন, পুলিশের কাছে লিখিত আবেদন করা সত্ত্বেও, তাঁকে এফআইআরের কোনও প্রতিলিপি দেওয়া হয়নি। এর পরে, দিল্লি পুলিশের আইনজীবী এফআইআরের একটি প্রতিলিপি ইন্দিরাকে হস্তান্তর করেন। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ ধারায় মহুয়ার বিরুদ্ধে মামলা করেছে। উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে জখম মহিলাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা। ভিডিয়োতে দেখা গিয়েছে, কোনও এক জন রেখার মাথায় ছাতা ধরে রয়েছেন। রেখা কেন নিজের ছাতা নিজে ধরেননি, তা নিয়ে নেটিজেনরা সরব হয়েছিলেন। সেখানেই মহুয়া কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE