পহেলগাঁও কাণ্ড: ঘন ঘন বৈঠকে প্রত্যাঘাতের জল্পনা বৃদ্ধি, কী করবে ভারত
পহেলগাঁওয়ে জঙ্গিহানায় সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। গত সপ্তাহের মঙ্গলবার জঙ্গি হানায় ২৬ জন নিরস্ত্রের মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর থেকে নয়াদিল্লিতে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি দু’বার বৈঠক সেরে নিয়েছে। সর্বশেষ বৈঠক হয়েছে বুধবার। ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। গত মঙ্গলবার সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানকে নিয়েও একটি পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই পরিস্থিতিতে ভারতের তরফে কোনও সামরিক পদক্ষেপ করা হতে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তান। পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দারের গলাতেও সেই শঙ্কা শোনা গিয়েছে বলে দাবি করছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলি। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে বহু বিমান বাতিল করেছে পাক উড়ানসংস্থাগুলি। এই অবস্থায় ভারত-পাকিস্তান উত্তেজনা কোন দিকে গড়ায়, সে দিকে নজর থাকবে আজ।
বড়বাজারের হোটেলে আগুন কী ভাবে, তদন্ত কী বলছে
বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের প্রায় সকলেই ভিন্রাজ্যের বাসিন্দা। কী ভাবে আগুন লাগল, এখনও তা স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হোটেলের ভিতরে অনেক দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন এতটা ছড়িয়ে পড়েছিল। ইতিমধ্যে কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রালের নেতৃত্বে একটি তদন্তদল গঠন করেছে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পশ্চিমবঙ্গ দমকল পরিষেবা আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই হোটেলের দুই মালিক পলাতক। তাঁদের খোঁজ চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ম্যানেজার এবং অন্য কর্মীদের। প্রাথমিক ভাবে হোটেলটিতে একাধিক গাফিলতির খোঁজ পাওয়া গিয়েছে। দমকলই কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল। আগুন ছড়িয়ে পড়ার পর ঘরের ভিতর দমবন্ধ হয়েই অনেকের মৃত্যু হয়েছে। কেউ কেউ আগুনে ঝলসে গিয়েছেন। এক জন আতঙ্কে ঝাঁপ দিয়েছিলেন। তাঁরও মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পহেলগাঁও কাণ্ডের তদন্ত কী ভাবে? মামলা শুনবে সুপ্রিম কোর্ট
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীরের তিন বাসিন্দা মামলাটি করেছেন। তাঁদের আবেদন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় কমিশন গঠন করে পহেলগাঁও কাণ্ডের তদন্ত হোক। এই ঘটনায় দায়বদ্ধতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিক শীর্ষ আদালত। কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র, জম্মু ও কাশ্মীর সরকার, সিআরপিএফ এবং এনআইএ-কে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের নির্দেশ দেওয়া হোক, আবেদন জানিয়েছেন মামলাকারীরা। এই সংক্রান্ত শুনানি রয়েছে বৃহস্পতিবার।
বৈভবের রাজস্থানের মুখোমুখি হার্দিকের মুম্বই, আইপিএলে
আগের ম্যাচে শতরান করে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর দাপটে জয়ে ফিরেছে রাজস্থান রয়্যালস। আজ তাদের সামনে ফর্মে থাকা মুম্বই ইন্ডিয়ান্স। টানা পাঁচ ম্যাচ জিতে আইপিএলের প্লে-অফের দিকে অনেকটা এগিয়েছে মুম্বই। হার্দিক পাণ্ড্যদের এই বিজয়রথ কি থামাতে পারবে রাজস্থান? এই ম্যাচ জিতলে মুম্বই পৌঁছে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে। ফলে দু’দলের কাছেই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। আজ জয়পুরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি, নামছে পারদ! কেমন থাকবে আবহাওয়া
ভরা বৈশাখে ঝড়বৃষ্টি শুরু হয়েছে রাজ্য জুড়ে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে ঝড়বৃষ্টি চলছে। বুধবার সকালে শহর এবং শহরতলির বিস্তীর্ণ অংশে মুষলধারে বৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র গরমের হাত থেকে আপাতত রেহাই মিলেছে। তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে আরও কিছু দিন। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।