Advertisement
E-Paper

অপারেশন সিঁদুরের পর কোন পথে ভারত-পাকিস্তান সম্পর্ক। নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী। আর কী নজরে

ভারতের প্রত্যাঘাতের পরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসলামাবাদ। সেই আবহে পাকিস্তান সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করা সিদ্ধান্ত নিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অপারেশন সিঁদুরের পর কোন পথে ভারত-পাকিস্তান সম্পর্ক, কী ভাবছে শরিফের সরকার

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। এই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতের প্রত্যাঘাতের পরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসলামাবাদ। সেই আবহে পাকিস্তান সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করা সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সীমান্তেও গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। শুধু তা-ই নয়, সীমান্তে নজরদারি এবং বাহিনীও বাড়ানো হয়েছে। দিল্লিতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহেরা। আজ ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী পরিস্থিতি, পাকিস্তানই বা কী ভাবছে, সেই সব খবরের দিকে নজর থাকবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। সেই ‘অপারেশন সিঁদুর’ পরবর্তীতে পরিস্থিতি স্পর্শকাতর। এর সুযোগ নিয়ে যাতে কৃষিপণ্যের কালোবাজারি না-হয়, সে ব্যাপারে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ কালোবাজারি রুখতে নবান্নে কৃষি বিপণন নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেই খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইপিএল প্লে-অফের জমজমাট লড়াইয়ে পঞ্জাব বনাম দিল্লি ম্যাচ

জমে উঠেছে আইপিএলের প্লে-অফের লড়াই। আজও জমজমাট ম্যাচ। মুখোমুখি পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আয়ারের পঞ্জাব জিতলে প্লে-অফের দিকে অনেকটাই এগিয়ে যাবে। তাদের ১১ ম্যাচে ১৫ পয়েন্ট। অক্ষর পটেল-কেএল রাহুলদের দিল্লির ১১ ম্যাচে ১৩ পয়েন্ট। আজ খেলা ধরমশালায়। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাশিয়া-ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতি শুরু

ইউক্রেনের সঙ্গে ফের একতরফা সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। আজ থেকেই শুরু হবে সেই যুদ্ধবিরতি। ১০-১১ মে মধ্যরাত পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ১৯৪৫ সালের ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাফল্য উদ্‌যাপনের জন্যই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ক্রেমলিন। রাশিয়া জানিয়েছে, ওই তিন দিন সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ রাখবে তারা। ইউক্রেনকেও একই পথ অনুসরণ করতে বলেছে তারা।

গরম বাড়বে? বৃষ্টির সম্ভাবনা কম? কী বলছে আলিপুর

গত কয়েক দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রার পারদ নামায় স্বস্তিতে ছিলেন বঙ্গবাসী। তবে সেই স্বস্তির দিন হয়তো আপাতত শেষ! এমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই ফের তাপমাত্রা বেড়েছে। একই সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজও তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে এই আবহে কোথাও বৃষ্টি হয় কি না, গরম কতটা বাড়ে— সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

News of the Day Operation Sindoor India Pakistan Relation Price Hike Mamata Banerjee IPL Match Russia Ukraine War Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy