Advertisement
E-Paper

যুদ্ধবিরতি ঘোষণার পর ভারত-পাক সীমান্তে পরিস্থিতি কি শান্তিপূর্ণ। কবে শুরু হবে আইপিএল। আর কী

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর উপত্যকায় শনিবার রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অস্ত্রবিরতির কী হল, তা নিয়ে প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধবিরতি ঘোষণার পর ভারত-পাকিস্তান সীমান্তে পরিস্থিতি কি শান্তিপূর্ণ থাকবে

ভারত এবং পাকিস্তান দু’দেশই শনিবার বিকেলে অস্ত্রবিরতিতে সম্মত হয়। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র সংঘাতের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টা যেতে না-যেতেই ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর উপত্যকায় শনিবার রাতে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অস্ত্রবিরতির কী হল, তা নিয়ে প্রশ্ন তোলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। উদ্ভূত পরিস্থিতিতে জম্মু, উধমপুর-সহ কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কিছু শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়। শুধু কাশ্মীর উপত্যকাতেই নয়, পাকিস্তান সীমান্তবর্তী অন্য রাজ্যগুলিতেও সতর্কতামূলক পদক্ষেপ করা হয় শনিবার রাতে। রাজস্থানের বারমেঢ়, জৈসলমের এবং পঞ্জাবের ফিরোজ়পুর, পঠানকোট, মোগায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আজ পরিস্থিতি কোন দিকে গড়ায়, সীমান্ত শান্তিপূর্ণ থাকে কি না, সে দিকে নজর থাকবে।

দ্বিপাক্ষিক কথাবার্তা সোমবার, তার আগে প্রস্তুতি কেমন

শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা করার পর সোমবার দুপুর ১২টায় ফের পরস্পরের সঙ্গে কথা বলবেন ভারত এবং পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)। এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ভারত-পাক সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন তিনি। জানান, পাকিস্তানের ডিজিএমও শনিবার দুপুরে ভারতের ডিজিএমও-কে ফোন করেছিলেন। তার পর দু’পক্ষই সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি। রাত গড়াতেই অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের নানা জায়গায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দুই দেশের দুই সামরিক কর্তার মধ্যে আলোচনার প্রস্তুতি কতটা এগোয়, সে দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধবিরতি ঘোষিত, কবে শুরু হতে পারে আইপিএল? সব খবর

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গিয়েছে শনিবার। আইপিএল শুরু হতে আর কোনও বাধা নেই। ভারতীয় বোর্ড সাত দিন স্থগিত করে দিয়েছিল প্রতিযোগিতা। এখন কি অতদিন অপেক্ষা করা হবে? কবে শুরু হবে আইপিএল? সব খবর।

ফের ভিজবে দক্ষিণবঙ্গ? কী পূর্বাভাস হাওয়া অফিসের

আজ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় জারি থাকবে গরমের অস্বস্তি। তবে চারটি জেলায় রবিবার থেকে বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এখন গরম কমার কোনও সম্ভাবনা নেই।

স্প্যানিশ লিগে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ

আজ এল ক্লাসিকো। স্প্যানিশ লিগে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলই ৩৪ টি ম্যাচ খেলেছে। বার্সা ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে। আজ জিতলে এ বারের স্প্যানিশ লিগ জেতার ক্ষেত্রে অনেকটাই এগিযে যাবে বার্সা। সে ক্ষেত্রে আর একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবেন ইয়ামালেরা। খেলা শুরু সন্ধ্যা ৭:৪৫ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড ওয়েব সাইট ও অ্যাপে।

News of the Day India Pakistan Conflct Operation Sindoor India Pakistan Tension IPL Match spanish league
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy