অহমদাবাদের বিমান দুর্ঘটনার কারণ কী, কোথায় ছিল ত্রুটি, কোন পথে তদন্তের অগ্রগতি
২৪২ জনকে নিয়ে গুজরাতের অহমদাবাদ বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১। ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ধাক্কা খায় বিজে মেডিক্যাল কলেজের হস্টেল ভবনে। এক জন ছাড়া বিমানের সকল যাত্রীর মৃত্যু হয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। ভারতের পাশাপাশি ব্রিটেনের কর্তৃপক্ষও তদন্ত করবেন। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
কেমন আছেন বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত রমেশ বিশ্বরূপ
অহমদাবাদের বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী ৩৮ বছরের বিশ্বরূপ রমেশ। ২৪২ জনের মধ্যে বাকি সকলেরই মৃত্যু হয়েছে। কী ভাবে রমেশ বেঁচে গেলেন, কেউ বলতে পারছেন না। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে খুব বেশি চোট তাঁর লাগেনি। রমেশের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
বিধানসভার অধিবেশন, সংশোধনী বিল নিয়ে আলোচনা
আজ বিধানসভার অধিবেশন রয়েছে। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি হবে উল্লেখ ও ‘কলিং অ্যাটেনশন’ পর্ব। দ্বিতীয়ার্ধে সংখ্যালঘু কমিশনের একটি সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে আজ।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।
দ্বন্দ্ব বাংলাদেশে ভোটের সময় নিয়ে, লন্ডনে ইউনূস-তারেক বৈঠকে নজর
বাংলাদেশে দ্রুত নির্বাচনের দাবিতে ধারাবাহিক ভাবে সুর চড়িয়ে যাচ্ছে বিএনপি। চাপ তৈরি করছে সে দেশের অন্তর্বর্তী সরকারের উপর। সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেই সিদ্ধান্তে খুশি নয় বিএনপি। তারা চাইছে, আরও আগে নির্বাচন হোক। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই নির্বাচনের আয়োজনের পক্ষে তারা। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এই দ্বন্দ্বের মধ্যেই আজ লন্ডনে বৈঠকে বসছেন ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন ইউনূস। এই সফরের মাঝেই তারেকের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। বৈঠকে কী কী বিষয় উঠে আসতে পারে, তা নিয়ে স্পষ্ট করে মন্তব্য করেনি অন্তর্বর্তী সরকার। ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশ নিয়ে যে কোনও বিষয়ে আলোচনা হতে পারে। তবে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের প্রসঙ্গও দু’পক্ষের আলোচনায় উঠে আসার সম্ভাবনা প্রবল।
চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে, ভিজবে উত্তরবঙ্গও
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু। আবহাওয়ার মতিগতিও বদলাতে পারে শীঘ্রই। এর প্রভাবে চলতি সপ্তাহ থেকেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। একই সঙ্গে থাকবে ভ্যাপসা গরম। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি।
টেস্ট বিশ্বকাপের ফাইনালের লড়াই জমে গিয়েছে, তৃতীয় দিনের খেলা
জমে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লড়াই গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। প্রথম দিনই পড়েছে ১৪টি উইকেট। ইনিংস শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। এই ম্যাচে শুরু থেকেই বোলারদের প্রাধান্য। আজ তৃতীয় দিনের খেলা। শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ভারতীয় দল ইংল্যান্ডে, বার বার আসছে অবসর নেওয়া রোহিত-কোহলির নাম
২০ জুন ভারতীয় দলের ইংল্যান্ড সিরিজ় শুরু। ওই দিনই শুরু হচ্ছে পাঁচ টেস্টের সিরিজ়ের প্রথম ম্যাচ। খেলা লিডসে। ভারতীয় দল এবং বিপক্ষ দলের বিভিন্ন কথাবর্তায় বার বার উঠে আসছে বিরাট কোহলি, রোহিত শর্মার নাম। শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডে কী ভাবে তৈরি হচ্ছে ভারত? থাকছে সব খবর।