Advertisement
E-Paper

ভারত-পাক সম্পর্ক কোন দিকে। সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা। পশ্চিম এশিয়া সফরে ট্রাম্প। আর কী

তিন পাকিস্তানি জঙ্গির ছবি ছাপিয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সর্বত্র পোস্টার দিয়েছে পুলিশ। জারি রয়েছে তল্লাশি অভিযান। আজ নজরে থাকবে সীমান্ত পরিস্থিতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংঘর্ষবিরতির ষষ্ঠ দিন: ভারত-পাক সম্পর্ক কোন দিকে, সীমান্ত পরিস্থিতি কেমন

চার দিন ধরে চলা সামরিক অস্থিরতার পরে গত শনিবার সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। ওই দিন বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি কার্যকর হয়। তার কয়েক ঘণ্টা পরেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ভারতে হামলা চালায় পাকিস্তান। যদিও তার পর থেকে পাঁচ দিন ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্তই থেকেছে। পাকিস্তানে আটক থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউও বুধবার ফিরে এসেছেন ভারতে। ভারতে আটক পাক রেঞ্জারকেও ফিরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে। তবে কূটনৈতিক স্তরে উত্তেজনা রয়েই গিয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে পাক হাই কমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে ভারত। তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুরূপ পদক্ষেপ করেছে পাকিস্তানও। এই অবস্থায় ভারত-পাক সম্পর্কের দিকে নজর থাকবে আজ।

সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা, শুনতে পারেন নতুন প্রধান বিচারপতি

আজ সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৫ মে মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে শুনানির কথা ছিল। কিন্তু সে দিন মামলাটি শোনেননি তিনি। গত ১৩ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন তিনি। নতুন প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি বিআর গবই। গত শুনানির দিন বিচারপতি খন্না জানিয়েছিলেন, তিনি বিচারপতি গবইয়ের বেঞ্চে মামলাটি পাঠাচ্ছেন। আজ ওই মামলার পরবর্তী শুনানি হবে বলে স্থির হয়েছিল। কেন্দ্র ইতিমধ্যে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, আইনের কোনও বিধানের উপর কোনও রকমের স্থগিতাদেশের বিরোধিতা করবে না কেন্দ্র।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পরশু থেকে আবার আইপিএল, বিদেশিরা কি আসবেন? সব খবর

পরশু থেকে শুরু আইপিএল। তার আগে বড় প্রশ্ন, সব দল তাদের বিদেশি ক্রিকেটারদের কি পাবে? ১১ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদিও আইপিএল শেষ হচ্ছে ৩ জুন, তবু এই দু’দলের ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। আইপিএল চলাকালীন শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সাদা বলের সিরিজ়। সেই কারণে এই দুই দলের ক্রিকেটারেরাও আইপিএলে অনিশ্চিত। থাকছে সব খবর।

পশ্চিম এশিয়া সফরে ট্রাম্প, কিছু কি বলবেন ভারত-পাকিস্তান নিয়ে

পশ্চিম এশিয়া সফরে পর পর বেশ কয়েকটি দেশে ঠাসা কর্মসূচি চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সৌদি আরব, কাতার হয়ে আজ সংযুক্ত আরব আমিরশাহি সফর ট্রাম্পের। এর পর ফিরবেন দেশে। এই সফরকালে ভারত-পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসি়ডেন্ট ফের কোনও মন্তব্য করেন কি না, সে দিকে নজর থাকবে। ট্রাম্পের দাবি, বাণিজ্যকে হাতিয়ার করে তিনি ভারত-পাকিস্তানকে সংঘর্ষবিরতিতে রাজি করিয়েছেন। যদিও ট্রাম্পের দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৭-১০ মে’র মধ্যে আমেরিকার সঙ্গে কোনও কথাবার্তায় কোনও ভাবেই বাণিজ্যের প্রসঙ্গ আসেনি। এর পরেও ট্রাম্পের মুখ বন্ধ হয়নি। তিনি আবারও বলেছেন, “ওরা (ভারত-পাক) একসঙ্গে ভালই এগোচ্ছে। আমরা হয়তো ওদের একসঙ্গে নৈশভোজেও বসাতে পারি।” এ বার মার্কিন প্রেসিডেন্ট নতুন কোনও মন্তব্য করেন কি না, সে দিকে নজর থাকবে।

জ্বালাপোড়া গরমে স্বস্তির পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টি হবে কি

গত কয়েক দিন ধরে অস্বস্তিকর জ্বালাপোড়া গরমে কাহিল দক্ষিণবঙ্গ। তবে চলতি সপ্তাহেই মিলতে পারে স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

News of the Day India Pakistan Tension WAQF Amendment Law IPL Match Donald Trump Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy