Advertisement
E-Paper

দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার তদন্ত। বানভাসি মুম্বই। সংসদের অধিবেশন। আবহাওয়া। শ্রমশ্রী প্রকল্প। আর কী কী

গুজরাতের রাজকোটের বাসিন্দা রাজেশ কেন রেখাকে আক্রমণ করলেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ধৃতের মায়ের দাবি, তাঁর ছেলে মানসিক ভাবে ‘অসুস্থ’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ০৭:৫১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের বাসভবনে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত রাজেশভাই খিমজিভাই সাকারিয়াকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গুজরাতের রাজকোটের বাসিন্দা রাজেশ কেন রেখাকে আক্রমণ করলেন, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। ধৃতের মায়ের দাবি, তাঁর ছেলে মানসিক ভাবে ‘অসুস্থ’। ঘটনার তদন্তে নেমে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে পুলিশ। রেখার উপর হামলার ঘটনায় নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সে দিকে নজর থাকবে আজ।

টানা বর্ষণে বিপর্যস্ত মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। বড় রাস্তা হোক বা অলিগলি— প্রায় সর্বত্রই জল থইথই। রেল পরিষেবাও ব্যাহত। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ে অন্তত দু’টি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায়। সব মিলিয়ে দুই ট্রেন থেকে প্রায় ৮০০ জনকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। এর মধ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনাও কম। ফলে উদ্বেগ বাড়ছে। আজ এই খবরে নজর থাকবে।

রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। এই অবস্থায় ভারতকে আরও কাছে টানার চেষ্টায় ব্যস্ত রাশিয়া। মস্কো জানিয়েছে, নয়াদিল্লি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় পণ্য আমেরিকার বাজারে যেতে না-পারলে রাশিয়ার দরজা খোলা রয়েছে। সঙ্গে এ-ও জানানো হয়েছে, চলতি বছরের শেষেই ভারত সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে, মস্কো যখন এই ঘোষণা করছে, তখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আজ তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। গত সোমবার সন্ধ্যায় খড়্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে। তার পরে মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম ঘোষণা করেন খড়্গে। কেন্দ্রের শাসক জোট ‘এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন বুধবারই মনোনয়ন জমা দিয়েছেন।

প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী টানা ৩০ দিন হেফাজতে থাকলে, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। বুধবার লোকসভায় এই সংক্রান্ত বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিল পেশ হতেই লোকসভায় তুমুল হট্টগোল শুরু হয়। বিরোধী সাংসদদের অভিযোগ, এই বিল সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। বিরোধীদের দমন করার জন্যই এই বিল আনা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁরা। হট্টগোলের জেরে বিলটি লোকসভায় পেশ হওয়ার পরেই তা পাঠিয়ে দেওয়া হয় যৌথ সংসদীয় কমিটিতে। বিতর্কিত এই বিল নিয়ে আজ বিরোধী সাংসদদের ভূমিকা কী থাকে, সে দিকে নজর থাকবে আজ।

চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগ চলবে কলকাতাতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগঢ়ে অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে এর জেরে আগামী কয়েক দিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত শ্রমশ্রী প্রকল্পের সূচনা হবে আজ। যদিও পোর্টাল আজই চালু হচ্ছে না। যে সকল পরিযায়ী শ্রমিকেরা বিজেপি শাসিত রাজ্য থেকে ফিরে এসেছেন তাঁদের নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত করাবেন শ্রম দফতরের প্রতিনিধিরা। মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে এই কর্মসূচি আজ শুরু হবে বলে জানানো হয়েছে।

News of the Day Rekha Gupta Weather Today India Russia India USA Vice President Indian Parliament Mamata Banerjee migrant labour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy