ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারান চালক। মুম্বই-পুণে
এক্সপ্রেসওয়েতে পর পর অন্তত ২০টি গাড়িতে ধাক্কা দিয়ে থামে ট্রাকটি। দুর্ঘটনায় এক
জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২১ জন। তাঁদের মধ্যে রয়েছেন বম্বে হাই
কোর্টের এক বিচারপতির স্ত্রী। মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলিতে টোলবুথের কাছে
মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে এই ঘটনা হয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম অনিতা এখাণ্ডে। তাঁর বয়স ৩৫ বছর। তিনি ওসমানাবাদের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার মুম্বইয়ের দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান। সেই ট্রাক সেতুর নীচে সামনের গাড়িতে ধাক্কা দেয়। এ ভাবে পর পর অন্তত ২০টি গাড়িতে ধাক্কা লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন কিলোমিটার রাস্তা জুড়ে একে অপরকে ধাক্কা দিয়েছে গাড়িগুলি।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। যান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরাও। ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে রাস্তার ধারে সরানো হয়। যানজট নিয়ন্ত্রণ করে রাস্তায় গাড়ি চলাচল শুরু হতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। ১৯ জনকে আহত অবস্থায় নবি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়। ট্রাকের চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে, তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন না।