Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bharat Bandh

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বন‌্ধের ডাক দিল ব্যবসায়িক সংগঠনগুলি

সিএআইটি-এর দাবি, শুক্রবার দেশ জুড়ে বাজার বন্ধ থাকবে। অন্তত ৪০ হাজার ব্যবসায়িক সংগঠন তাদের ডাকে সাড়া দিয়েছে।

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:০০
Share: Save:

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, জিএসটি-র নিয়ম পুনর্বিবেচনা-সহ একাধিক দাবিতে শুক্রবার ভারত বন‌্ধের ডাক দিল কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। ওই দিন দেশ জুড়ে বিক্ষোভ পালন কর্মসূচির কথাও জানানো হয়েছে ওই সংগঠনটির তরফে। কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে ভারত বন্‌ধকে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এআইটিডব্লিউএ)-ও। ওই একই দিনে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

সিএআইটি-এর দাবি, শুক্রবার তাদের ডাকা ভারত বন‌্ধে দেশ জুড়ে বাজার বন্ধ থাকবে। অন্তত ৪০ হাজার ব্যবসায়িক সংগঠন তাদের ডাকে সাড়া দিয়েছে বলে দাবি। সংগঠনটির দাবি, অন্তত ৮ কোটি ব্যবসায়ী তাঁদের আহ্বানে সাড়া দিতে চলেছেন। দেশের অতন্ত দেড় হাজার জায়গায় বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিও রয়েছে।

সিএআইটি-এর পাশে দাঁড়িয়ে এআইটিডব্লিউএ ওই দিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করবে। একই সঙ্গে ই-ওয়ে বিল প্রথা বাতিলের দাবিও তোলা হয়েছে। পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি আগুন রান্নার গ্যাসের দামও। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে ২৫ টাকা। এই নিয়ে চলতি ফেব্রুয়ারিতেই গ্যাসের দাম বেড়েছে মোট ১০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Petrol price Bharat Bandh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE