জঙ্গি সংগঠনের নাম বলতে গিয়ে নিজেদের শরিক দলেরই নাম করে বসলেন বিজেপি-শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা! বিহারে নির্বাচনী প্রচারে গিয়ে রবিবার মানিক তাঁর রাজ্যের জঙ্গি-সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেছিলেন। সেই সূত্রেই ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ‘অল ত্রিপুরা টাইগার ফোর্স’ (এটিটিএফ) এবং ‘ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা’-র (এনএলএফটি) প্রসঙ্গ আনতে গিয়ে বিজেপির শরিক দল ‘ইন্ডিজেনাস পিপলস্ ফ্রন্ট অব ত্রিপুরা’-র (আইপিএফটি) নাম বলে ফেলেন তিনি। এর পরেই বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে হইচই বাধে। পরে অবশ্য আগরতলায় ফিরে তিনি সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন, ‘বিহারে বক্তৃতা করার সময়ে এটিটিএফ এবং এনএলএফটি প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আইপিএফটি-র নাম উচ্চারণ করি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আইপিএফটি-র সভাপতি প্রেমকুমার রিয়াংয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে অনিচ্ছাকৃত ভুল উচ্চারণের জন্য দুঃখ প্রকাশ করেছি’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)