নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হয়েছে। বিপ্লব দেবের ইস্তফার পরেই বৈঠকে বসে ঠিক হয় মানিক সাহার নাম। বিপ্লবের সঙ্গেই রাজভবনের দিকে রওনা দেন মানিক। এরই মাঝে ধুন্ধুমার পরিস্থিতি বিজেপি কার্যালয়ে। চেয়ার আছড়ে ফেলে, কেঁদে ভাসালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল। তাতে যোগ দিলেন গেরুয়া শিবিরের আরও কয়েক জন নেতা। সব মিলিয়ে ত্রিপুরায় নাটকীয় পরিস্থিতি শেষ হওয়ার নাম নেই যেন!