Advertisement
E-Paper

ইডির প্যাঁচে সনিয়া, রাহুল

এক মাস আগে মামলার কফিন বন্ধ করে দিয়েছিল সরকার। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে আজ বলা হল, মাটি খুঁড়ে বার করা হবে সনিয়া-রাহুলের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলা!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৬

এক মাস আগে মামলার কফিন বন্ধ করে দিয়েছিল সরকার। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে আজ বলা হল, মাটি খুঁড়ে বার করা হবে সনিয়া-রাহুলের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলা! দিল্লিতে যখন এই ঘোষণা হচ্ছে, তখন রাজস্থানের বিকানেরে জমি কেলেঙ্কারি নিয়ে সনিয়া-জামাতা রবার্ট বঢরার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি! একই দিনে অর্থমন্ত্রকের অধীনে এই তদন্ত সংস্থার কোপ নেমে এল গোটা গাঁধী পরিবারের বিরুদ্ধে।

অ্যাসোসিয়েটেড জার্নাল নামে এক সংস্থার আওতায় ন্যাশনাল হেরাল্ড ও কাওমি আওয়াজ নামে অতীতে কংগ্রেসের মদতপুষ্ট দু’টি সংবাদপত্র ছিল। ২০১১ সালে কংগ্রেস ইয়ং ইন্ডিয়ানস নামে একটি অ-লাভজনক সংস্থা গঠন ক’রে ওই দুই সংবাদপত্র অধিগ্রহণ করে ও সমস্ত দায় মেটায়। ইয়ং ইন্ডিয়ানসে সনিয়া ও রাহুলের ৩৮ শতাংশ করে অংশীদারি রয়েছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী গত বছর এক মামলা করে বলেন, গাঁধী পরিবার জওহরলাল নেহরুর তৈরি অ্যাসোসিয়েটেড জার্নালের ৯০ কোটি টাকার সম্পত্তি হস্তগত করতে চাইছে। কিন্তু গত মাসে ইডি ডিরেক্টর রাজন কাটোচ প্রাথমিক তদন্তের পরে জানান, এই অভিযোগের তেমন ভিত্তি নেই। কয়েক দিন পরেই রাজনকে পদ থেকে অব্যাহতি দেয় সরকার। আর আজ ইডি জানাল, নতুন করে ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত হবে।

জমি কেলেঙ্কারি নিয়ে রবার্ট বঢরার

বিরুদ্ধে ইডি-র অভিযোগ, বেআইনি লেনদেন হয়েছে। রাজস্থানে কংগ্রেস জমানায় বিকানেরে ১৪০০ একর জমি অধিগ্রহণ করে সাতটি সংস্থাকে দেওয়া হয়েছিল। এর মধ্যে অন্যতম বঢরার স্কাইলাইট হসপিটালিটি।

এই দু’টি পদক্ষেপেই রাজনীতি দেখছে কংগ্রেস। দলের মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি বলেন, ‘‘ইয়ং ইন্ডিয়ানস একটি অ-লাভজনক সংস্থা।

তার মাধ্যমে সনিয়া-রাহুল কোনও দিন অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তি পাবেন না। তা উদ্দেশ্যও নয়।’’ দলের ওয়ার্কিং কমিটির সদস্য শাকিল আহমেদ বলেন, ‘‘রবার্টের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।’’ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের পাল্টা দাবি, ‘‘কংগ্রেসের নেতাদের গায়ে ফোসকা পড়লে তো তদন্ত বন্ধ হবে না। আইন আইনের পথেই চলবে।’’

Trouble National Herald Sonia Rahul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy