বৃহস্পতিবার ছত্তীসগঢ়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শোকসভার আয়োজন করেছিল রাজ্য বিজেপি। মুখমন্ত্রী রমন সিংহ, রাজ্য বিজেপি প্রধান ধরমলাল কৌশিক সহ হাজির ছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।
শোকসভা চলাকালীনই চরম অসংবেদনশীলতার পরিচয় দিলেন দুই বিজেপি মন্ত্রী। তাঁরা হলেন কৃষিমন্ত্রী ব্রিজমোহন অগ্রবাল ও স্বাস্থ্যমন্ত্রী অজয় চন্দ্রকার। হাসির দমকে একে অন্যের গায়ে ঢলে পড়লেন দুই মন্ত্রী। অজয় চন্দ্রকারকে টেবিল চাপড়াতেও দেখা যায়। ছবি সামনে আসার পরই এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে ছত্তীসগঢ় বিজেপি।
এর পরই রাজ্য বিজেপি প্রধান ধরমলাল কৌশিক সতর্ক করেন অজয় চন্দ্রকারকে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ক্যামেরাতে বন্দি হয়ে গিয়েছে তাঁদের ‘অট্টহাস্য’।