Advertisement
E-Paper

নিরাপত্তাবাহিনীর নিশানায় এ বার মাওবাদীদের অন্য এক গোষ্ঠী! ঝাড়খণ্ডে অভিযান, নিহত দুই

গত দু’দশকে ঝাড়খণ্ডে সিপিআই (মাওবাদী) ভেঙে ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ (টিপিসি)। জেজেএমপি-সহ একাধিক সশস্ত্র গোষ্ঠী গঠিত হয়েছে। তাদের বিরুদ্ধেও এ বার সক্রিয় পুলিশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৬:১৬
Two CPI (Maois) splinter group leader killed in gunfight in Latehar of Jharkhand

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র পরে এ বার নিরাপত্তাবাহিনীর নিশানায় নকশালপন্থী আর এক সশস্ত্র গোষ্ঠী ‘ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদ’ (জেজেএমপি)। শুক্রবার রাত থেকে পলামু অরণ্যের বিভিন্ন প্রান্তে জেজেএমপির ডেরায় অভিযান চালানো হয়েছে। যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন সংগঠনের দুই কমান্ডার।

পুলিশ জানিয়েছে, লাতেহার জেলার সদর থানা এলাকার সালাইয়া জঙ্গলে শুক্রবার গভীর রাতে গুলির লড়াইয়ে জেজেএমপি প্রধান পাপ্পু লোহারা এবং তাঁর এক সঙ্গীর মৃত্যু হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান হয়েছিল বলে ঝাড়খণ্ড পুলিশের আইজি (অপারেশন্‌স) অমল হোমকর জানিয়েছেন। পুলিশি ঘেরাটোপ এড়িয়ে জঙ্গলে গা-ঢাকা দেওয়া জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

লাতেহারের পুলিশ সুপার কুমার গৌরব শনিবার বলেন, ‘‘ঘন জঙ্গলে মাওবাদীদের একটি দল ডেরা বেঁধেছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। তাঁদের মধ্যে জেজেএমপি প্রধান পাপ্পু রয়েছেন। প্রসঙ্গত, গত দু’দশকে ঝাড়খণ্ডে সিপিআই (মাওবাদী) ভেঙে ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ (টিপিসি)। জেজেএমপি-সহ একাধিক সশস্ত্র গোষ্ঠী গঠিত হয়েছে।

Maoists crpf
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy