হরিয়ানার রোহতকে বাস্কেটবল কোর্টে দুর্ঘটনায় মৃত্যু হল জাতীয় স্তরের খেলোয়াড়ের। ১৬ বছর বয়সি ওই কিশোরের উপর ভেঙে পড়ে বাস্কেটবলের পোল। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় হার্দিক রাঠি নামে ওই কিশোরের। কয়েক দিন আগে একই রকম দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকের পার্শ্ববর্তী ঝাজ্জর জেলাতেও। সেখানেও বাহাদুরগঞ্জে বাস্কেটবলের পোল ভেঙে মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সি আমনের। তিন দিনের মধ্যে জোড়া মৃত্যুর পরে অবশেষে নড়েচড়ে বসল হরিয়ানার বিজেপিশাসিত সরকার। প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ব্যবহারের অযোগ্য সরঞ্জামগুলিকে অনুশীলন কেন্দ্র থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে সে রাজ্যের ক্রীড়া দফতর।
রোহতকে মঙ্গলবারের দুর্ঘটনার কিছু ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বাস্কেটবল কোর্টে অনুশীলন করছিল হার্দিক। সেই সময় বাস্কেটের কাছে গিয়ে লোহার পোল ধরে ঝোলার চেষ্টা করে। যেমনটা প্রায়শই দেখা যায় বাস্কেটবল কোর্টে। তখনই তার উপর ভেঙে পড়ে পোলটি। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। অনুশীলন কেন্দ্রে উপস্থিত অন্যেরা দুর্ঘটনার পর দ্রুত সেখানে ছুটে যান। পোলটি হার্দিকের গায়ের উপর থেকে সরিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় তার।
কী কারণে পোলটি ভেঙে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগ উঠছে, বাস্কেটবল কোর্টের ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হত না। বাস্কেটবলের পোলটিও দুর্বল হয়ে গিয়েছিল। সেই কারণেই হার্দিকের উপর ভেঙে পড়েছে। গত রবিবার বাহাদুরগঞ্জেও এক সরকারি স্কুলের বাস্কেটবল কোর্টে অনুশীলন করছিল ১৫ বছর বয়সি আমন। তখন তার উপরেও লোহার পোল ভেঙে পড়ে। সোমবার রাতে রোহতকের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরের।
আরও পড়ুন:
দু’টি দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। বাস্কেটবল কোর্টের সরঞ্জাম কতটা ব্যবহারযোগ্য অবস্থায় ছিল, তা-ও তদন্তের আওতায় রাখা হয়েছে বলে দাবি পুলিশের। হার্দিকের দাদা খড়ক সিংহ ইতিমধ্যে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। লোহার পোলটিতে মরচে ধরে গিয়েছিল বলে অভিযোগ তাঁর। খড়কে বক্তব্য, মরচে ধরা বাস্কেটবল পোলটির বিষয়ে বিভিন্ন সময়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে এটি মেরামতির জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। তিনি বলেন, “শুধুমাত্র কর্তৃপক্ষের অবহেলার কারণে দেশ একজন প্রতিভাবান বাস্কেটবল খেলোয়াড়কে হারাল।”
জোড়া দুর্ঘটনার পরে বিরোধী দলগুলিও সমালোচনায় বিঁধতে শুরু করেছে হরিয়ানা সরকারকে। সেখানে ক্রীড়া পরিকাঠামোকে বিজেপি সরকার পঙ্গু করে দিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। তাঁর বক্তব্য, আগে তিনি সব তথ্য সংগ্রহ করবেন। তার পরেই এ বিষয়ে কোনও মন্তব্য করবেন। তবে এই সমালোচনার মাঝেই বুধবার একটি নির্দেশিকা জারি করেছে হরিয়ানার ক্রীড়া দফতর। ক্রীড়া দফতরের অধীনস্থ সব অনুশীলন কেন্দ্র এবং মাঠ থেকে নিম্নমানের সরঞ্জাম অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে।