ইনস্টাগ্রাম দেখা নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোলের জেরে আহত হলেন চার জন। ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে বসে মোবাইলে ইনস্টাগ্রাম দেখছিল এক কিশোর। তখন পাশের বাড়ির এক কিশোর এসে তার মোবাইল কেড়ে নিয়ে পালায়। আর তা থেকেই গন্ডগোলের সূত্রপাত। পড়শি কিশোরকে টানতে টানতে নিয়ে এসে মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
পুলিশ সূত্রে খবর, দুই পরিবারই লাঠি, রড নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে। রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। অন্য প্রতিবেশীরা তাদের থামাতে এগিয়ে আসেন। তাঁদের মধ্যেও কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় দুই পরিবার পরস্পরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মেরঠের পুলিশ সুপার আয়ুষ বিক্রম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। ইনস্টাগ্রাম দেখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত বলেই জানা গিয়েছে। কিন্তু নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।