Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

মুম্বইয়ের হোটেলে মুখোশ পরে ঢুকে রিসেপশনিস্টকে গুলি

ঘটনাটি ঘটেছে গত বুধবার ভিওয়ান্ডি-কল্যান রোডের কে এন পার্ক হোটেলে। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অবস্থায় সারা শিরসাত নামে বছর পঁচিশের ওই রিসেপশনিস্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোটেলে ঢুকে মহিলা রিসেপশনিস্টের দিকে গুলি ছোড়ে বন্দুকবাজেরা। প্রতীকী ছবি।

হোটেলে ঢুকে মহিলা রিসেপশনিস্টের দিকে গুলি ছোড়ে বন্দুকবাজেরা। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৭:৩২
Share: Save:

হোটেলে ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে দুই মুখোশধারী বন্দুকবাজ। তাদের মধ্যে একজন বন্দুক তাক করে মহিলা রিসেপশনিস্টের দিকে। দুরন্ত গতিতে ছুটে আসা গুলি মহিলার ডান পায়ে বিধে যায়।

রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। বন্দুকের আওয়াজে ছুটে আসেন হোটেলের অন্যান্য কর্মীরা। ততক্ষণে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে। তবে চিরকুটে তাদের দলের প্রধানের নাম ছেড়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বুধবার ভিওয়ান্ডি-কল্যান রোডের কে এন পার্ক হোটেলে। পুলিশ জানিয়েছে, গুরুতর জখম অবস্থায় সারা শিরসাত নামে বছর পঁচিশের ওই রিসেপশনিস্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

বিয়ের প্রস্তাবে ‘না’, তরুণীকে খুন সহকর্মীর

হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে আহত তিন জওয়ান, দেখুন ভিডিও

ঘটনার তদন্ত শুরু করেছে কোনগাঁও থানা এবং ভিওয়ান্ডি ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা ঘটনার পিছনে গ্যাংস্টার সুরেশ পূজারির হাত রয়েছে। কারণ, দুষ্কৃতীরা চিরকুটে এই নামই লিখে গিয়েছিল। মোটা টাকা আদায়ের জন্য মাস দুয়েক ধরেই হোটেলের মালিককে নানাভাবে হুমকি দিচ্ছিল সুরেশ ও তার দলের লোকজন। কিন্তু টাকা দিতে রাজি হননি হোটেল মালিক। ঠানে ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার প্রকাশ শেট্টি জানিয়েছেন, সুরেশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন হোটেল মালিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE