জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হলেন দুই সেনা জওয়ান। আহত হয়েছেন আরও এক জন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আইইডি বিস্ফোরণ হয়েছে। সেনার হোয়াইট নাইট কোর এই বিস্ফোরণের কথা এক্স করে জানিয়েছে।
সোমবারই কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। সেনা এবং পুলিশের যৌথ বাহিনী কারনা তহসিলের বড়ি মহল্লায় তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে তারা খবর পায়, ওই এলাকায় কয়েক জন সন্দেহভাজন অস্ত্র মজুত করছেন। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় যৌথবাহিনী।
সেনা সূত্রে খবর, অভিযানের সময় একে ৪৭ রাইফেল, তাজা কার্তুজ, ম্যাগাজ়িন, সাইগা এমকে রাইফেল-সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। একটি গুদামে লুকিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক। লেফটেন্যান্ট জেলারেল নবীন সচদেব জানিয়েছেন, রাজৌরি-সহ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জেলাগুলিতে সন্দেহজনক কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে বলে মাঝেমধ্যেই খবর আসছিল। সেই সূত্র ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাগুলিতে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় থানায় সহযোগিতায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। মঙ্গলবারও সে রকমই একটি অভিযানে গিয়েছিল পুলিশ এবং সেনার যৌথবাহিনী। তল্লাশি চালাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে নিহত হয়েছেন দুই জওয়ান।