ইউএফও দেখা গেল গোরক্ষপুরের আকাশে! শনিবারের আকাশে বিশালাকার ধূসর বস্তুটি দেখে অন্য কিছু ব্যাখ্যা দিতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। তবে সরকারি ভাবে ওটা ইউএফও কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। সোশাল মিডিয়ায় সে ছবি এখন ভাইরাল হয়ে গিয়েছে। এ নিয়ে নানা জল্পনাও ছড়িয়েছে।
গত শনিবার গোরক্ষপুরের পাদ্রী বাজার এলাকায় হঠাত্ই আকাশে একটি বিশালাকার ধূসর বস্তু দেখা যায়। স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা ছড়ায়। কিন্তু তার মধ্যেই দু’একজন ছবি তুলে নেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ জায়গাটি ঘিরে ফেলে। গুজব ছড়িয়েছে, কানপুর এবং লখনউয়ের আকাশেও নাকি একই জিনিস দেখা গিয়েছে।
কিন্তু বিষয়টা ঠিক কী?