পূর্ব ঘোষণা অনুযায়ী তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের পথে নরেন্দ্র মোদী সরকার। বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই আইনগুলি প্রত্যাহারের প্রস্তাবে সবুজ সঙ্কেত দেওয়া হতে পারে। বুধবারের বৈঠকে এই প্রস্তাবে সায় মিললে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তা প্রত্যাহারের বিলও পেশ করা হবে বলে সরকারি সূত্রের খবর।
বুধবার নয়াদিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী বাসভবনে মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, ওই বৈঠকে তিন আইন রদের প্রস্তাবে সায় পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।