রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা আদৌ ভোটারদের মনে প্রভাব ফেলল কি না তা বুঝতে আগামী বুধবার দিল্লিতে নিজের বাসভবনে বিহারের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কংগ্রেসের দাবি, ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী যে ভাবে মানুষের সাড়া পেয়েছেন তাতে রাজ্যে পালাবদল আসন্ন। রাজনীতিকদের মতে, মগধভূমিতে এনডিএ জোট এখনও এগিয়ে থাকলেও, খুব দ্রুত দূরত্ব কমাচ্ছেন বিরোধীরা। যা চিন্তায় রেখেছে বিজেপিকেও। সূত্রের মতে, বর্তমানে রাজ্যের ২৪৩টি আসনের সর্বশেষ পরিস্থিতি ঠিক কী, তা বুঝতে তড়িঘড়ি ওই বৈঠক ডেকেছেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ জায়সওয়াল, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি ও বিজয় সিন্হা, বিহার থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ, নিত্যানন্দ রাই, বিহারের দায়িত্বে থাকা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিনোদ তাউড়েরা। সূত্রের মতে, প্রতিটি বিধানসভা ধরে আলোচনার পাশাপাশি, কোন কোন জেতা কেন্দ্রগুলিতে এনডিএ বিধায়কের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে তা নিয়েও আলোচনা হওয়ার কথা বৈঠকে। বিজেপির একটি সূত্রের দাবি, অন্যান্য রাজ্যের মতো বিহারেও জয়ী বিধায়কদের মধ্যে অন্তত ২৫ শতাংশ মুখ প্রাথমিক ভাবে পাল্টানোর পরিকল্পনা নিয়ে রেখেছে বিজেপি। পাশাপাশি ওই রাজ্যে নীতীশের দল জেডিইউ ছাড়া চিরাগ পাসোয়ানের দল এলজেপির সঙ্গে জোট করে লড়ছে দল। শরিকদের কতগুলিআসন ছাড়া হবে তা নিয়েও পরশুর বৈঠকে প্রাথমিক একটি আলোচনা সেরে রাখতে চাইছেন শাহ।
এ দিকে আজ দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন, রাহুল গান্ধীর বিহারে ভোটার তালিকা নিয়ে যখন এত অভিযোগ রয়েছে তখন কেন তিনি সেই অভিযোগের পক্ষে হলফনামা জমা দিচ্ছেন না। রবিশঙ্করের মতে, ‘‘কারণ রাহুল জানেন হলফনামা দিয়ে ভিত্তিহীন অভিযোগ করলে তিনি আইনি জালে ফেঁসে যাবেন।’’ পাশাপাশি বিহারের প্রধান বিরোধী দলের নেতা তেজস্বী যাদবকেও কেন নিজের শোভাযাত্রায় পিছনের সারির নেতা বানিয়ে ঘুরছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যাকে দুই প্রধান বিরোধী দলের মধ্যে বিভেদ তৈরির কৌশল হিসেবেই দেখছেন রাজনীতিকেরা। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হিসেবে ওই পদের সম্মানহানি করে চলেছেন বলেই দাবি করেছেন রবিশঙ্কর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)