Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Ravi Kishan

UP Assembly Election 2022: রবির পাল্টা নেহার ‘ইউপি মে কা বা’

পাঁচ মিনিটের ভিডিয়োয় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রবি।

ভোজপুরী গায়িকা নেহা সিংহ রাঠৌরের ‘ইউপি মে কা বা’ নিয়েই মজে নেট-দুনিয়া।

ভোজপুরী গায়িকা নেহা সিংহ রাঠৌরের ‘ইউপি মে কা বা’ নিয়েই মজে নেট-দুনিয়া। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ০৭:৩৮
Share: Save:

যোগী-রাজ্যে ভোট শুরু হতে আর এক মাসও দেরি নেই। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য প্রচারে তেমন জমায়েত করতে পারছে না রাজনৈতিক দলগুলি। তাই ভার্চুয়াল মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে প্রচারে জোর দিচ্ছেন নেতা-নেত্রীরা। বিভিন্ন নির্বাচনী গানও (অ্যান্থেম) এর মধ্যে বাজারে চলে এসেছে। আর সেই সব গানের মাধ্যমেও অব্যাহত একে অপরকে খোঁচা দেওয়ার পালা।

আপাতত ভোজপুরী গায়িকা নেহা সিংহ রাঠৌরের ‘ইউপি মে কা বা’ নিয়েই মজে নেট-দুনিয়া। দিন দুয়েক আগে ভোজপুরী ছবির জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিশন ‘ইউপি মে সব বা’ (উত্তরপ্রদেশে সব কিছু আছে) নামে একটি গানের ভিডিয়ো প্রকাশ করেছিলেন। নেহা তারই পাল্টা আর একটি গানের ভিডিয়ো এনেছেন সকলের সামনে।

পাঁচ মিনিটের ভিডিয়োয় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রবি। ভিডিয়োয় গেরুয়া পোশাক পরা অভিনেতাকে গানের সুরে বলতে শোনা গিয়েছে, ‘এটা যোগীর সরকার, এখানে আছে বিকাশের বাহার, আছে উন্নত সড়ক, এখানে অপরাধীদের ঠাঁই হয় জেলে, করোনা হেরে গিয়েছে, আছে সর্বত্র বিদ্যুৎ পরিষেবা— ইউপিতে আছে সব কিছু’। গত শনিবার ভিডিয়োটি প্রকাশের দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নিজের একটি ছবিও টুইটারে পোস্ট করেন রবি।

এই ভিডিয়োটি প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নেহা তাঁর নিজের ইউটিউব চ্যানেলে গানের ভিডিয়োটি প্রকাশ্যে আনেন। রবিকে বিঁধে তাঁর গানের নাম রেখেছেন, ‘ইউপি মে কা বা’। অর্থাৎ উত্তরপ্রদেশে আছে টা কী। মাত্র এক মিনিটের ভিডিয়োতেই যোগী সরকারকে প্রতি পদে আক্রমণ করেছেন সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় এই ভোজপুরী শিল্পী। কোভিডে বিনা চিকিৎসায় রাজ্যে হাজার হাজার মানুষের মৃত্যু থেকে শুরু করে লখিমপুর খেরির ঘটনায় কৃষকদের মৃত্যু, জেলায় জেলায় মহিলাদের উপরে নির্যাতন-ধর্ষণ। সবেতেই মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে কটাক্ষ করেছেন নেহা। এমনকি চৌকিদার শব্দটি ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকেও আঙুল তুলেছেন তিনি।

গানের সুরে নেহাকে বলতে শোনা গিয়েছে, ‘লাখো মানুষ কোভিডে মারা গেলেন, গঙ্গার জল মৃতদেহে ভরে গেল, মন্ত্রীর ছেলে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল, চৌকিদার বলুন এর দায় কে নেবে? ইউপি-তে আছে টা কী’। গানের একেবারে শেষে রবিরই ভোজপুরী ছবির তুমুল জনপ্রিয় সংলাপ ব্যবহার করেছেন নেহা। বলেছেন, ‘জ়িন্দেগি ঝান্ডওয়া, ফিরভি ঘমন্ডওয়া’।

তবে এটাই প্রথম বার নয়। এর আগেও রাজনৈতিক খোঁচা দেওয়া গান গেয়ে শিরোনামে এসেছে নেহা। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথম বারের জন্য দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন, সেই সময়ও নেহা একটি গান তৈরি করেছিলেন। পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ আর যন্ত্রণার কথা তুলে ধরে সেই গানের নাম দিয়েছিলেন ‘বিহার মে কা বা’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravi Kishan UP Assembly Election 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE