দূষিত বাতাসে ঢেকে গিয়েছে রাজধানী। পড়শি দেশ পাকিস্তান এবং চিনের উপর এ বার তার দায় চাপালেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা। তাঁর দাবি, ভারতকে দেখে ঘাবড়ে গিয়ে চিন বার পাকিস্তানই দেশে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার কল্যাণে গতকাল থেকে একটু একটু করে দূষণের চাদর সরতে শুরু করেছে রাজধানীর উপর থেকে। তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাজধানীর দূষণ নিয়ে রাজনীতিকরাও পরস্পরকে দোষারোপ করে যাচ্ছেন।
তার মধ্যেই মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই-কে বিনীত আগরওয়াল সারদা বলেন, ‘‘যে বিষাক্ত হাওয়া বইছে, যে বিষাক্ত গ্যাসে ঢেকে গিয়েছে চারিদিক, হতে পারে কোনও পড়শি দেশ ছড়িয়ে দিয়েছে। আমাদের যারা ভয় পায়, তারাই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। আমার তো মনে হয় চিন এবং পাকিস্তানই আমাদের ভয় পায়।’’ পাকিস্তান ভারতে বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, তা অবশ্যই খতিয়ে দেখা উচিত বলেও মত তাঁর।