Advertisement
০৮ মে ২০২৪
Policeman

থানায় তোয়ালে পরে বসে অভিযোগ নিচ্ছিলেন, সেই পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ

পুলিশ সুপার ব্রিজেশকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ব্রিজেশকুমারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

image of cop

পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লখনউ শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১৯:০৫
Share: Save:

কর্তব্যরত অবস্থায় তোয়ালে এবং অন্তর্বাস পরেছিলেন পুলিশ কর্মী! সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আনন্দবাজার অনলাইন তার সত্যতা যাচাই করেনি। এর পরেই সাব-ইনস্পেক্টরকে শাস্তি হিসাবে পুলিশ লাইনে বদলি করা হল।

পুলিশ সুপার ব্রিজেশকুমার শ্রীবাস্তব জানিয়েছেন, কোখরাজ থানার অন্তর্গত সিন্ধিয়া আউটপোস্টের স্টেশন ইন-চার্জ ছিলেন রামনারায়ণ সিংহ। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, অন্তর্বাস এবং তোয়ালে পরে লোকজনের অভিযোগ শুনছিলেন তিনি। এই ভিডিয়ো ভাইরাল হতে সরব হন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ব্রিজেশকুমার জানিয়েছেন, এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ব্রিজেশকুমারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

এই নিয়ে তদন্তও শুরু হয়েছে। সেই তদন্তভার সিরাথু সার্কল অফিসার অবধেশ বিশ্বকর্মার হাতে তুলে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Policeman Uttar Pradesh police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE