স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর মৃত্যুর শংসাপত্র নিয়ে বিমা কোম্পানির কাছে গেলেন স্ত্রী। দাবি করলেন বিমার ২৫ লক্ষ টাকা! কিন্তু আদতে গল্পটি অন্য। পরে জানা যায়, আবেদনকারীর স্বামী দিব্যি বেঁচে আছেন! ঘটনাটি নিয়ে শোরগোল পড়তেই ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
লখনউ পুলিশ এই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আনে। সন্দীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির নামে থানায় অভিযোগ করেন। তাঁর দাবি, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালের ডিসেম্বরে ২৫ লক্ষ টাকার বিমা করেছিলেন। ২০২৩ সালের ২১ এপ্রিল রবির স্ত্রী কেশ কুমারী ওই বিমা কোম্পানির কাছে দাবি করেন, ৯ এপ্রিল তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর করা বিমার ২৫ লক্ষ টাকা চান। প্রয়োজনীয় নথি হিসাবে রবির মৃত্যুর শংসাপত্রও জমা দেন কেশরী। তথ্য যাচাইয়ের পর তাঁর দাবি গৃহীত হয়। টাকাও চলে যায় আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আরও পড়ুন:
তবে পরে অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, কেশরীর দাবি পুরোটাই অসত্য। বেঁচে আছেন তাঁর স্বামী। তার পরেই থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর শঙ্কর এবং কেশরী— দু’জনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারির আগে তাঁরা বার বার পালানোর চেষ্টা করেছিলেন। সোমবার তাঁদের ধরে থানায় নিয়ে যাওয়া হয়। জেরার মুখে প্রতারণার কথা স্বীকার করেন ওই দম্পতি, দাবি পুলিশের।