এইচ-১-বি ভিসা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি সম্পর্কে আশঙ্কা ছিল ভারতে। বিদেশসচিব এস জয়শঙ্করের মার্কিন দৌত্যের পরে আজ দিল্লি দাবি করেছিল, ভিসাটি আপাতত বাতিল হচ্ছে না। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, ফাস্ট-ট্র্যাক পদ্ধতিতে ১৫ দিনের মধ্যে এইচ-১-বি ভিসা তৈরির প্রক্রিয়া সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে। ফলে ট্রাম্পের নীতি নিয়ে নতুন ভাবে আশঙ্কা দেখা দিয়েছে।
চলতি সফরে বাণিজ্যসচিব উইলিয়াম রস, অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব জন কেলি-সহ বিভিন্ন মার্কিন কর্তার সঙ্গে জয়শঙ্কর এবং তাঁর সঙ্গী বাণিজ্য সচিব রীতা তেওতিয়া দফায় দফায় বৈঠক করেছেন। মার্কিন সফর শেষের মুখে আজ বিদেশসচিব দাবি করেন, খালি হাতে ফিরতে হচ্ছে না। বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হয়, ভিসাটি আপাতত বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
আরও পড়ুন: ট্রাম্পের খাঁড়ার নীচে
সাউথ ব্লক সূত্র জানাচ্ছে, এই পদক্ষেপে অবশ্যই অস্বস্তিতে পড়েছে দিল্লি। ফের ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করা হবে।