আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হোয়াইট হাউস। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর ট্রাম্পকে ‘শান্তির দূত’ বলে উল্লেখ করা হল তাঁর দফতর থেকে। সেই সঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, এই সংঘর্ষবিরতি স্থায়ী হবে বলে তারা আশাবাদী। দাবি, তাদের মূল উদ্দেশ্যই ছিল দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার বন্দোবস্ত করা।
আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র টমি পিগট ভারত-পাক সংঘর্ষবিরতি প্রসঙ্গে বলেন, ‘‘যুদ্ধবিরতি দেখে আমরা খুশি। উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হোক, আমরা সেটাই চাই, আমরা তার জন্য উৎসাহ দেব। আমাদের প্রেসিডেন্ট শান্তির দূত। আমরা শান্তি উদ্যাপন করছি। আশা করি, এই সংঘর্ষবিরতি স্থায়ী হবে।’’
আরও পড়ুন:
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গত ৬ মে মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। তাতে পাকিস্তানে হামলা চালিয়ে ধ্বংস করা হয় একাধিক জঙ্গিঘাঁটি। ওই ঘটনার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। সীমান্তে শুরু হয় সংঘর্ষ। পাকিস্তানও প্রত্যাঘাত করে এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ করে। যদিও পাকিস্তানের আক্রমণ সফল ভাবে প্রতিরোধ করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দাবি ভারতীয় সেনার। টানা কয়েক দিনের সংঘাতের পর গত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস্ (ডিজিএমও)-এর মধ্যে ‘হটলাইনে’ কথা হয়েছে এবং তাঁরা সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। এর পর থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ রয়েছে ভারত-পাক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা।
ভারত এবং পাকিস্তানের সংঘর্ষবিরতি ঘোষণার আগেই ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। তিনি দাবি করেন, এই শান্তি স্থাপনের সিদ্ধান্তের নেপথ্যে আমেরিকার ভূমিকা রয়েছে। কাশ্মীর সমস্যায় মধ্যস্থতা করতে চান বলেও দাবি করেন ট্রাম্প। অন্য দিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়েছেন, তিনি ভারতের সঙ্গে শান্তির আলোচনার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার দুই দেশের ডিজিএমও আরও এক বার ‘হটলাইনে’ কথা বলেছেন। উত্তেজনা প্রশমনে দ্বিপাক্ষিক সহমতের কথা জানিয়েছে ভারতীয় সেনাও। সেনা সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত ভারতের পশ্চিম সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি বহাল থাকতে পারে।